Rcb vs Kkr: শাকিব বাদ! আজ নাইটদের প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বল হাতে তবু কিছুটা পারফর্ম করেছেন শাকিব। তবে ব্যাটিংয়ে একেবারে ব্যর্থ।
advertisement
1/5

প্রথম দুম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে আর নয়। কেকেআর ক্যাপ্টেন মরগ্যানের আস্থা জয়ে ব্যর্থ শাকিব আল হাসান। আজ, আরসিবির বিরুদ্ধে তাঁকে হয়তো প্রথম একাদশে রাখবে না নাইটরা।
advertisement
2/5
বল হাতে তবু কিছুটা পারফর্ম করেছেন শাকিব। তবে ব্যাটিংয়ে একেবারে ব্যর্থ। আজ তাই তাঁর বদলে দলে আসতে পারেন সুনীল নারিন।
advertisement
3/5
হায়দরাবাদের বিরুদ্ধে ৩, মু্ম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৯ রান। তার উপর মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। তাই আজ তাঁর জায়গায় নারিনকে প্রথম একাদেশ রাখতে পারে কেকেআর।
advertisement
4/5
নারিনকে ব্যাটিং অর্ডারে কোথায় ব্যবহার করবে কেকেআর, তা এখনই বলা সম্ভব নয়। নারিন টপ অর্ডারে খেলতে অভ্যস্ত। আবার শাকিবের জায়গায় তাঁকে ছয় নম্বরে ভাবলেও ক্ষতি নেই। চিপকের স্লো ট্র্যাকে নারিন বল হাতেও কার্যকরী হতে পারেন।
advertisement
5/5
আজ আরও একটি পরিবর্তন হতে পারে কেকেআরের প্রথম একাদশে। কুলদীপ যাদব অথবা পবন নেগি খেলতে পারেন হরভজন সিংয়ের জায়গায়। প্রথম দুই ম্যাচে খেললেও হরভজনকে সেভাবে বোলিং করতে দেখা যায়নি। প্রথম ম্যাচে এক ও পরের ম্যাচে দুওভার বোলিং করেছিলেন ভাজ্জি।