Virat Kohli 10 Thousand Runs In T 20: টি-২০ ক্রিকেটে বড় রেকর্ড কোহলির, কোনও ভারতীয় ধারে-কাছে নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বিরাট কোহলি (Virat Kohli) আজ যা রেকর্ড করলেন কোনও ভারতীয় এখনও পর্যন্ত করতে পারেননি।
advertisement
1/5

টি-২০ ক্রিকেটে বিরাট রেকর্ড করে ফেললেন কোহলি। চলতি আইপিএলের পরই তিনি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়বেন বলে ঠিক করেছেন। আর তারা আগে কোহলি যেন একটু বেশিই ক্ষুধার্ত। এদিন টি-২০ ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করে ফেললেন কোহলি।
advertisement
2/5
আরসিবির অধিনায়ক হিসাবে কোহলির সাফল্য বলতে সেরকম কিছু নেই। তবে ব্য়াটসম্যান বিরাটের ধারে-কাছে এখন কোনও ভারতীয় নেই। বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসাবে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন কোহলি।
advertisement
3/5
কোহলি ছাড়াও টি-২০ ক্রিকেটে দশ হাজার রান পূর্ করেছেন আরও চারজন ব্যাটসম্যান। তাঁরা হলেন ক্রিস গেইল- ১৪২৭৫ কায়রন পোলার্ড-১১১৯৫ শোয়েব মালিক-১০৮০৮ বিরাট কোহলি-১০০৩০ ডেভিড ওয়ার্নার-১০০১৯
advertisement
4/5
১০ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ছিল আর ১৩ রান। এদিন চতুর্থ ওভারের তৃতীয় বলে বুমরাহকে ছক্কা মেরে এই রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। টেস্ট ও একদিনের মতো টি-২০ ক্রিকেটেও কিং কোহলি।
advertisement
5/5
এদিন ডেভিড ওয়ার্নারকেও টপকে গিয়েছেন কোহলি। টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের ক্যাপ্টেন্সিও ছেড়ে দেবেন কোহলি। জানিয়ে রেখেছেন তিনি। তা হলে কি এবার ব্যাটসম্যান কোহলির দাপট আরও বেশি করে দেখা যাবে!