TRENDING:

IPL 2021: দেশে অতিমারী, বিদেশে চলল আইপিএল! থামানো যাবে না কোটিপতি লিগ

Last Updated:
যেভাবেই হোক, আইপিএল শেষ করতে মরিয়া বিসিসিআই।
advertisement
1/5
IPL 2021: দেশে অতিমারী, বিদেশে চলল আইপিএল! থামানো যাবে না কোটিপতি লিগ
দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই শুরু হয়েছিল আইপিএল। তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল মাঝপথে থামাতে বাধ্য হয় বিসিসিআই। থামানো হলেও বন্ধ হবে না আইপিএল। এবার দেশের বাইরে আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু।
advertisement
2/5
২৯টি ম্যাচের পর আইপিএল স্থগিত করা হয়েছিল। বাকি ছিল ৩১টি ম্যাচ। সেই ৩১টি ম্যাচ দেশের বাইরে আয়োজন করার জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মরশুমে ক্রিকেটে ঠাঁসা সূচি। তার মধ্যে কী করে আবার আইপিএল শেষ করবে বিসিসিআই!
advertisement
3/5
বোর্ডের SGM ২৯ মে। সেদিনই আইপিএলের বাকি ম্যাচগুলির ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত হতে পারে। বোর্ডের অন্দরমহলের খবর, ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে বাকি ম্যাচগুলি UAE-তে আয়োজন করতে চাইছে বিসিসিআই। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পরই আইপিএল-এর ১৪তম মরশুম শেষ করে ফেলতে চাইছে বোর্ড।
advertisement
4/5
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের মাঝে ৯ দিন সময় রয়েছে। বিসিসিআই সেই সময়টাকে কমিয়ে চারদিন করতে চাইছে। যাতে বাকি পাঁচটা দিন আইপিএলের স্বার্থে কাজে লাগানো যায়। তবে এখনও ইসিবির সঙ্গে এই নিয়ে বিসিসিআই কোনও কথা বলেনি।
advertisement
5/5
১৮ জুন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ হবে সাউদাম্পটনে। এর পর ৮ অগাস্ট থেকে নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু। ১২ থেকে ১৬ অগাস্ট দ্বিতীয় টেস্ট। ২৫ থেকে ২৯ তৃতীয় ম্য়াচ। চতুর্থ টেস্ট ২ থেকে ৬ সেপ্টেম্বর। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ম্যাঞ্চেস্টারে সিরিজের শেষ ম্যাচ।
বাংলা খবর/ছবি/IPL/
IPL 2021: দেশে অতিমারী, বিদেশে চলল আইপিএল! থামানো যাবে না কোটিপতি লিগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল