TRENDING:

IPL 2021: বেশির ভাগেরই ফ্লপ শো, রোহিত বাহিনীর কে কে ফর্মে ফিরবেন পঞ্জাবের বিরুদ্ধে

Last Updated:
এ কী অবস্থা খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্সের৷
advertisement
1/11
IPL 2021: বেশির ভাগের ফ্লপ শো,রোহিত বাহিনীর কে কে ফর্মে ফিরবেন পঞ্জাবের বিরুদ্ধে
অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বেশি রানের মালিক৷ সর্বোচ্চ ৪৪ রান নিয়ে ১৩৮ রানের মালিক তিনি৷ তিনি লাগাতার ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ৷ (IPL Photo)
advertisement
2/11
কুইন্টন ডি কক তিন ইনিংসে মাত্র ৪৪ রান করেছেন৷ এর মধ্যে সানরাইজার্সের বিরুদ্ধেই ৪০ রান করেছেন৷ তিনি ফর্মে না ফিরলে ক্রিস লিন ডাগ আউটে মাঠে নামার জন্য তৈরি রয়েছেন৷ (IPL Photo)
advertisement
3/11
সূর্য কুমার যাদব মুম্বইয়ের বাকি ব্যাটসম্যানদের থেকে ভালো পারফরম্যান্স৷ শুধু রোহিত মোট রানে তাঁর চেয়ে এগিয়ে আছেন৷ তাঁর অর্ধশতরান রয়েছে৷ তিনি এখনও এর চেয়ে বেশি কিছু করতে চাইছেন৷ (IPL Photo)
advertisement
4/11
ইশান কিষাণ এখনও অবধি এবারের আইপিএলে বিশেষ কিছুই করে উঠতে পারেননি৷ ৪ ইনিংসে করেছেন মাত্র ৬৭৷ (IPL Photo)
advertisement
5/11
হার্দিক পান্ডিয়ার এখনও বল করছেন না৷ রানও পাচ্ছেন না৷ ৪ ইনিংসে তার রান ৩৫৷ মুম্বই এখন চাইছে দ্রুত ফর্মে ফিরুন৷ (IPL Photo)
advertisement
6/11
ক্রুণাল পান্ডিয়া বল হাতে এখনও অবধি ভদ্রস্থ৷ চার ম্যাচে ৬.৫৩ ইকনমিতে ৩ টি উইকেট পেয়েছেন৷ কিন্তু চার ইনিংসে রান মাত্র ২৬৷ কাইরন পোলার্ড খুব খারাপ ব্যাট হাতে জঘন্য৷ ৩৫ সেরা ইনিংস নিয়ে ৪৯ রান করেছেন৷ তিনি কি PBKS -র বিরুদ্ধে কি রানে ফিরবেন৷ (IPL Photo)
advertisement
7/11
কাইরন পোলার্ড খুব খারাপ ব্যাট হাতে জঘন্য৷ ৩৫ সেরা ইনিংস নিয়ে ৪৯ রান করেছেন৷ তিনি কি PBKS -র বিরুদ্ধে কি রানে ফিরবেন৷ (IPL Photo)
advertisement
8/11
জয়ন্ত যাদব একটা ম্যাচ খেলে ভালো পারফর্ম করেছেন৷ তিনি ২৫ রানে ১ উইকেট নিয়েছেন৷ চেন্নাইতে স্পিন ফ্রেন্ডলি উইকেটে ভালো কিছু করতে পারবেন আশা করছে থিঙ্ক ট্যাঙ্ক৷ (IPL Photo)
advertisement
9/11
রাহুল চাহার মুম্বইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি৷ তিনি মুম্বইকে যখন প্রয়োজন ব্রেক থ্রু দিয়েছেন৷ এখনও তিনি ৮উইকেট নিয়েছেন৷
advertisement
10/11
জসপ্রীত বুমরাহ মোটামুটি পারফর্ম করেছেন উইকেটে৷ তিনি ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন৷ তাঁর ইকনমি ৬.২৫৷ (IPL Photo)
advertisement
11/11
ট্রেন্ট বোল্ট মুম্বইয়ের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছেন৷ ১৯রানে ৬ উইকেট নিয়েছেন৷ ইকনমি ৭.২৭৷ পাওয়ার প্লে ৃতে তাঁর বোলিং দারুণ৷ (IPL Photo)
বাংলা খবর/ছবি/IPL/
IPL 2021: বেশির ভাগেরই ফ্লপ শো, রোহিত বাহিনীর কে কে ফর্মে ফিরবেন পঞ্জাবের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল