TRENDING:

টাকার খেলা কে বুঝিতে পারে! বিরাটের একার স্যালারিতেই বোর্ড রাখতে পারত গোটা পাক দল!

Last Updated:
বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ি তাঁরা বার্ষিক ৭ কোটি টাকা পান৷ অন্যদিকে গ্রেড এ ক্রিকেটাররা ৫ কোটি এবং গ্রেড বি ও গ্রেড সি ক্রিকেটাররা বছরে ৩ কোটি ও ১ কোটি টাকা পান৷
advertisement
1/5
টাকার খেলা কে বুঝিতে পারে! বিরাটের একার স্যালারিতেই বোর্ড রাখতে পারত গোটা পাক দল
ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) রোজই কোন না কোনও নতুন রেকর্ড কায়েম করছেন৷ আর সেই সব নজিরের জন্য নিয়ম করেই শিরোনামে আসেন ক্যাপ্টেন কোহলি৷ ব্যাটিং পরিসংখ্যানে যেমন তিনি সবার আগে থাকেন ঠিক তেমনিই রোজগারের মামলাতেও তাঁর ধারেকাছে কেউ নেই৷ যদি তাঁর বিজ্ঞাপন ও আইপিএল থেকে হওয়া রোজগারের কথা ছেড়েও দেওয়া হয় তাহলেও তিনি এত টাকা পান যা একেবারে বিপুল৷ বিরাট কোহলি একা বিসিসিআইয়ের থেকে সারা বছরে যা মাইনে পান সেই টাকায় গোটা পাকিস্তান দলের প্রায় এক বছরের মাইনে হয়ে যায়!
advertisement
2/5
বিসিসিআই (BCCI) ২০২০-২১-র যে চুক্তিপত্র করেছিল তার ভিত্তিতে বার্ষিক তিনি ৭ কোটি টাকা পান৷ কারণ তিনি বোর্ডের গ্রেড এ প্লাস ক্রিকেটারদের তালিকায় রয়েছেন৷ এই তালিকায় তিনি ছাড়া রয়েছেন রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ৷
advertisement
3/5
বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ি তাঁরা বার্ষিক ৭ কোটি টাকা পান৷ অন্যদিকে গ্রেড এ ক্রিকেটাররা ৫ কোটি এবং গ্রেড বি ও গ্রেড সি ক্রিকেটাররা বছরে ৩ কোটি ও ১ কোটি টাকা পান৷
advertisement
4/5
সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ৩ টি ক্যাটাগরিতে ক্রিকেটাররা রয়েছেন, গ্রেড এ ক্রিকেটাররা পাকিস্তানি মু্দ্রায় ১১ লক্ষ টাকা (ভারতীয়মুদ্রায় ৫.২ লক্ষ টাকা) পান৷ এই গ্রেডে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং আজহর আলি৷ বি ক্যাটাগরির ক্রিকেটাররা পান পাকিস্তানি টাকায় ৭.৫০ লক্ষ টাকা (৩.৫৪ লক্ষ টাকা), সি ক্যাটাগরির ক্রিকেটাররা ৫.৫০ লক্ষ পাকিস্তানি টাকা (২.৬০ লক্ষ টাকা)৷ পাকিস্তান এ ক্যটাগরিতে ৩ জন, বি -তে ৯ জন, আর সি ক্যাটাগরিতে ৬ জন রয়েছে৷
advertisement
5/5
পাকিস্তানি টাকাকে যদি ভারতীয় টাকার হিসেবে দেখা হয় তাহলে গোটা পাকিস্তান দলের মাইনে ৭.৪ কোটি টাকা৷ ভারতীয় ক্রিকেটারদের তালিকায় গ্রুপ এ -তে রয়েছেন ১০ জন ক্রিকেটার, গ্রেড বি-তে রয়েছেন পাঁচজন ক্রিকেটার৷ গ্রেড সি-তে রয়েছেন ১০ জন ক্রিকেটার৷
বাংলা খবর/ছবি/IPL/
টাকার খেলা কে বুঝিতে পারে! বিরাটের একার স্যালারিতেই বোর্ড রাখতে পারত গোটা পাক দল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল