IPL 2021: লাইভ ম্যাচে প্রেম নিবেদন! সেই জুটি আইপিএলে কার সমর্থক জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সেই সিরিজ থেকেই এই ইন্দো-অজি দম্পতি জনপ্রিয়।
advertisement
1/5

কয়েকমাস আগের কথা। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারতীয় দল। সেই সিরিজ থেকেই এই ইন্দো-অজি দম্পতি জনপ্রিয়।
advertisement
2/5
লাইভ ম্যাচেই বান্ধবীকে প্রেম নিবেদন করেছিলেন প্রবাসী ভারতীয় যুবক। ওই জুটির প্রেমের সাক্ষী থেকেছিল গোটা স্টেডিয়াম।
advertisement
3/5
সেই দম্পতি কিন্তু আইপিএলের ভক্ত। আর এবার তারা আইপিএলে কোন দলকে সমর্থন করছেন সেটাও জানালেন।
advertisement
4/5
ওই দম্পতি আইপিএলে বিরাট কোহলির দল আরসিবিকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।
advertisement
5/5
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে গ্যালারিতে ভারতীয় তরুণ সরাসরি লাইভ ম্যাচ চলাকালীন প্রপোজ করেছিন ওই তরুণীকে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছিল, টিম ইন্ডিয়ার জার্সি পরে সেই তরুণহাঁটু গেড়ে বসে অজি তরুণীকে আংটি পরিয়ে দিয়েছিলেন। অবাক হন সেই তরুণী। ভারতীয় তরুণের প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন ওই তরুণী। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল হাততালি দিয়েছিলেন।