TRENDING:

IPL 2020: ৪০০০ কোটি টাকার লাভের অঙ্কে একাই জল ঢেলে দিচ্ছিলেন ‘জোকার’!

Last Updated:
আইপিএলের সঙ্গে জোকোভিচের কী সম্পর্ক জানলে চমকে উঠবেন!
advertisement
1/5
IPL 2020: ৪০০০ কোটি টাকার লাভের অঙ্কে একাই জল ঢেলে দিচ্ছিলেন ‘জোকার’!
করোনা ভাইরাস অতিমারির জেরে ১৩ তম মরশুমের আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ কোভিড ১৯ -র কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিকবার আইপিএল স্থগিত করে দিয়েছিল৷ এরপরেই মহা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ যেখানে স্থির হয়েছিল ২০২০ -র আইপিএল ভারতে আয়োজিত না হয়ে আয়োজন করা হবে মরুরাষ্ট্রে৷ আইপিএলের প্রাথমিক ক্রীড়াসূচি অনুযায়ি ২৯ মার্চ আইপিএল শুরুর দিন ছিল৷ সেই সময় স্থগিত করে দেওয়া হয় আইপিএল৷ এরমধ্যে একটি কারণ হল নোভাক জোকোভিচের করোনা ভাইরাস পজিটিভ হওয়া৷ Photo-File
advertisement
2/5
ক্রোয়েশিয়া ও সার্বিয়ার প্রদর্শনী ম্যাচে নোভাক জোকোভিচ করোনা পজিটিভ হয়েছিলেন৷ বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধূমল ও সচিব জয় শাহের আইপিএল বন্ধ করা নিয়ে আলোচনায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ একটি সর্বভারতীয় সংবাদ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধূমল জানিয়েছেন জোকোভিচ করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর তাঁদের মাথা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিলেন৷ বহু মানুষ চাইছিলেন না এবারের আইপিএল আয়োজন হোক৷ Photo-File
advertisement
3/5
প্রশ্ন উঠছিল ক্রিকেটারদের সঙ্গে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে৷ আইপিএল প্রায় ৩ মাস ধরে চলেছিল৷ কিন্তু জয় বলেছিল আমাদের এগোতে হবে৷ ও আমাদের সকলের তুলনায় অনেক বেশি আশ্বস্ত ছিল৷ Photo-File
advertisement
4/5
এরপর ধূমল জানিয়েছেন এবারের আইপিএল থেকে বিশাল লাভের অঙ্কের বিষয়ে৷ গত বারের আইপিএলের থেকে এবারের আইপিএলে ৩৫ শতাংশ কম খরচ করতে সমর্থ হয়েছিল বোর্ড৷ এবারের অতিমারির সময় ৪০০০ কোটি টাকা রোজগার হয়েছে৷ টিভিতে দর্শকের সংখ্যা একলাফে ২৫ শতাংশ বেড়েছে৷ সবচেয়ে বেশি দর্শক হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্স বনাম চেন্নাই সুপার কিংসের ওপেনিং ম্যাচে৷ Photo-File
advertisement
5/5
তিনি আরও জানিয়েছেন, ‘যাঁরা আমাদের ওপর সন্দেহ করেছিলেন তাঁরা আইপিএল হয়ে যাওয়ার পর আমাদের এসে ধন্যবাদ জানাচ্ছেন৷ যদি এ বছর আইপিএল না হত তাহলে ক্রিকেটারদের জীবন থেকে একটা বছর চলে যেত৷ Photo-File
বাংলা খবর/ছবি/IPL/
IPL 2020: ৪০০০ কোটি টাকার লাভের অঙ্কে একাই জল ঢেলে দিচ্ছিলেন ‘জোকার’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল