IPL 2021; Harshal Patel: স্কুলেও যেটা পারেননি, এতদিনে করে দেখালেন 'অখ্যাত' হার্ষাল প্যাটেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Harshal Patel: স্কুলেও কখনও এমনটা করতে পারেননি। এবার করে দেখালেন আরসিবির হার্ষাল প্যাটেল।
advertisement
1/5

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবিকে জেতানোর নায়ক তিনি। তবে ভারতীয় ক্রিকেটে তিনি এখনও অখ্যাত। সেভাবে নামডাক হয়নি তাঁর। তবে এবার কিন্তু নিজের জাত চেনাতে শুরু করেছেন আরসিবির মিডিয়াম পেসার হর্ষল প্যাটেল।
advertisement
2/5
এদিন বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৬৫ রান তুলেছিল আরসিবি। জবাবে মুম্বইয়ের রোহিত শর্মা ২৮ বলে ৪৩ রান করে ভাল শুরুকরেন। কিন্তু মুম্বইয়ের ব্যাটিং লাইন এদিন ভাল পারফর্ম করতে পারেনি। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষের ৪ ভারে ৬০ রান দরকার ছিল মুম্বইয়ের। এই পরিস্থিতিতে হর্ষল প্যাটেল বোলিংয়ে আসেন। প্রথম বলে পান্ডিয়া ক্যাচ দেন। পোলার্ড বোল্ড হন দ্বিতীয় বলে। রাহুল চাহার এলবিডব্লু তিন নম্বর বলে। হ্যাটট্রিক করেন হার্ষাল!
advertisement
3/5
১৯ তম ওভারে অ্যাডাম মিলনেকেও বোল্ড করে দেন হার্ষাল। তাঁর এমন দুন্ত বোলিংয়ে ৫৪ রানের জয় পায় আরসিবি।
advertisement
4/5
হার্ষাল ম্যাচ শেষে বলেছেন, জীবনে প্রথমবার হ্যাটট্রিক করলাম আমি। এর আগে কখনও স্কুল ক্রিকেটেও হ্যাটট্রিক করতে পারিনি। তবে এর আগে আইপিএলে বেশ কয়েকবার হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলাম। কম করে ছবার তো হবেই। কিন্তু হ্যাটট্রিক হচ্ছিল না। এবার হল।
advertisement
5/5
৩০ বছরের হার্ষালসকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার উইকেট তাঁকে বাড়তি তৃপ্তি দিয়েছিল! হার্ষাল বলেন, পোলার্ডের উইকেট। কারণ ওকে ফাঁদে ফেলে আউট করেছিলাম। টিম মিটিংয়ে আলোচনা করেছিলাম, ওয়াইডে টানা বল করতে হবে। তার পর পায়ের ইয়র্কার দিলে কাজ হবে। আমি ওকে ইয়র্কার না দিয়ে স্লোয়ার দিয়েছিলাম।