IPL 2020: মায়ান্তীর রূপ ও ক্রিকেটজ্ঞানে মজে, এবারের আইপিএলে ঘুম ওড়াতে আসছেন অজি সঞ্চালিকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নতুন সুন্দরীর সঙ্গে মোলাকাতের জন্য তৈরি আইপিএল ফ্যানরা৷
advertisement
1/9

ভারতীয় স্পোর্টস যাঁরা ফলো করেন মায়ান্তী ল্যাঙ্গারকে চেনেন না এমন মানুষ বোধহয় নেই৷ তাঁর ফ্যান ফলোয়াররাও প্রচুর৷ ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হয়ে আইপিএলের সফল অ্যাঙ্কারিংয়ে নিজের পপুলারিটি আরও বাড়িয়ে নিয়েছেন তন্বী -সুন্দরী ও বুদ্ধিমতী৷ Photo -News 18
advertisement
2/9
BCCI নিজের এই মরশুমের আইপিএলের অ্যাঙ্করদের তালিকা বার করেছে৷ তাতে ফ্যানদের চমকে দিয়ে নাম এসেছে অস্ট্রেলিয়ার তারকা অ্যাঙ্কর নেরোলি মেডোজ৷ (Instagram)
advertisement
3/9
নেরোলি মেডোজ- (Instagram)
advertisement
4/9
নেরোলি স্পোর্টস দুনিয়ার বিখ্যাত নাম৷ গত বছর অবধি ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নেরোলি৷ Instagram)
advertisement
5/9
ফুটবল, টেনিস ,রাগবি সব ধরণের খেলাতেই সাফল্যের সঙ্গে সঞ্চালনা করেছেন৷ আইপিএলে সিলেক্ট হওয়ায় দারুণ খুশি নেরোলি৷ Instagram)
advertisement
6/9
নেরোলি মেডোজ- (Instagram)
advertisement
7/9
নেরোলি এর আগে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপেও সঞ্চালনার কাজ করেছিলেন৷ (Instagram)
advertisement
8/9
তাঁর স্পোর্টস সংক্রান্ত জ্ঞান দারুণ গভীর৷ আর সেই স্কিলে তিনি যেকোনও সঞ্চালককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন৷ (Instagram)
advertisement
9/9
নেরোলি মেডোজের ভারতেও প্রচুর ফ্যান আছেন৷ ইতিমধ্যেই তাঁর হট এই সঞ্চালকের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন৷