দেশের জার্সিতে ফিরতে পারেন ডিভিলিয়ার্স! RCB vs KKR ম্যাচের পর বড়সড় ইঙ্গিত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
কেকেআরের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলার পরই ফেরার ইঙ্গিত দিলেন এবি।
advertisement
1/5

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ান-ডে ও ৭৮টি টি-২০ ম্যাচ থেলেছেন তিনি। তার পর হঠাত্ করেই অবসর ঘোষণা! এবি ডিভিলিয়ার্সের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মানতে পারেননি তাঁর ভক্তরা।
advertisement
2/5
এবি এখন বুঝতে পারছেন, তিনি আর বেশ কিছুদিন দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলতে পারতেন। কারণ ফর্ম বা ফিটনেস, কোনওটাতেই তাঁর ঘাটতি নেই। আর সেটা আইপিএল খেলার সুবাদে আরও বেশি করে উপলব্ধি করছেন এবি।
advertisement
3/5
দেশের হয়ে খেলতে চান। ফিরতে চান ক্রিকেটে। কেকেআরের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলার পরই ফেরার ইঙ্গিত দিলেন এবি। জানালেন, টি-২০ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলতে চান।
advertisement
4/5
এবি জানিয়েছেন, তিনি কোচ মার্ক বাউচারের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। আইপিএল শেষ হওয়ার ঠিক আগে তিনি এই ব্যাপারে বাউচারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আইপিএল শুরুর আগে বাউচার জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন এবি।
advertisement
5/5
কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষে এবি বলেছেন, আমি ফিট। ফর্মে আছি। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিরতে পারলে দারুন হবে। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা কবে। সেখানে সুযোগ পাওয়া কঠিন। তবে আমি চেষ্টা করব।