advertisement
1/5

জেতা ম্যাচ কীভাবে হারতে হয় ৷ সেটা সোমবারের সানরাইজার্স-আরসিবি ম্যাচই সেরা উদাহরণ ৷ মাত্র ১৪৭ রান তাড়া করতে নেমেও ব্যর্থ আরসিবি ৷ নাটকীয় ভাবে মাত্র ৫ রানে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করল হায়দরাবাদ ৷ অন্যদিকে ফের আরও একটি ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে বিদায় প্রায় নিশ্চিত বিরাটদের ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
2/5
সানরাইজার্সের বিরুদ্ধে হারার ফলে ১০ ম্যাচে আরসিবির পয়েন্ট দাঁড়াল ৬। শেষ চারটে ম্যাচে জিতলেও কোহলিরা ১৪ পয়েন্টের বেশি তুলতে পারবেন না। নেট রান রেটের বিচারে তখন প্লে অফে যাওয়ার রাস্তা খোলা থাকলেও সে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ৷ তাই সোমবারই কার্যত বিদায় ঘটে গেল আরসিবির, তা বলে দেওয়াই যায়। অন্য দিকে, হায়দরাবাদ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তুলে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলল। Photo Courtesy: IPL/BCCI
advertisement
3/5
Photo Courtesy: IPL/BCCI
advertisement
4/5
Photo Courtesy: IPL/BCCI
advertisement
5/5
SA-i-KAT_28267