TRENDING:

৬৭ বছর স্নান করেননি! দেখলে গা ঘিন ঘিন করবে বিশ্বের সব থেকে নোংরা মানুষকে

Last Updated:
তিনি ধূমপান পছন্দ করেন। তবে তিনি সাধারণত পুরনো পাইপের মাধ্যমে পশুদের শুকনো মল জ্বালিয়ে ধূমপান করেন।
advertisement
1/6
৬৭ বছর স্নান করেননি! দেখলে গা ঘিন ঘিন করবে বিশ্বের সব থেকে নোংরা মানুষকে
•শীতের ঠান্ডায় অনেকেই স্নান করতে চান না। শীতকালে জলের থেকে অনেকেই থাকেন দূরে। তবে যার কথা শুনবেন, বা ছবি দেখছেন তাঁর বয়স ৮৭ । এবং তার মধ্যে ৮৭ বছর তিনি গায়ে জল ঢালেননি। অর্থাৎ তিনি এতগুলি বছর স্নান করেননি। মুখও জল দিয়ে ধুয়ে নেননি। বিশ্বের সব থেকে নোংরা মানুষ তিনি। জেনে নিন তাঁর সম্পর্কে। তাঁর সম্পর্কে জানতে গেলে কিছুটা গা ঘিনঘিন করতে পারে। অন্তত ছবি দেখে তেমনই লাগতেই পারে... (Pic- zmescience.com)
advertisement
2/6
•নাম আমো হাজি। তিনি ইরানে থাকেন। তাঁর বয়স ৮৭ বছর। তিনি গত ৬৭ বছর ধরে স্নান করেননি।(Pic- zmescience.com)
advertisement
3/6
•আমো হাজির স্নান না করার কারণ হল তিনি জলে ভয় পান। তাঁর আশঙ্কা যে তিনি স্নান করলে অসুস্থ হয়ে পড়বেন। তিনি বিশ্বাস করেন যে পরিষ্কার-পরিচ্ছন্নতা তাঁকে অসুস্থ করে ফেলবে।(Pic- zmescience.com)
advertisement
4/6
•হাজির খাবার ও খাওয়ার পদ্ধতিও ভয়ঙ্কর। তিনি পশুর পচা মাংস খেতে পছন্দ করেন। তিনি সজারুর মাংস পছন্দ করেন। তিনি মাঝে মাঝে একসঙ্গে পাঁচটি সিগারেট জ্বালিয়ে তাতে টান দেন।(Pic- zmescience.com)
advertisement
5/6
•তিনি ধূমপান পছন্দ করেন। তবে তিনি সাধারণত পুরনো পাইপের মাধ্যমে পশুদের শুকনো মল জ্বালিয়ে ধূমপান করেন।(Pic- zmescience.com)
advertisement
6/6
•আমো হাজি শীতের সময় ঠান্ডা এড়াতে হেলমেট পরেন। আগুনে চুল পুড়িয়ে তা ছোট করে নেন। নিজেকে গাড়ির আয়নায় দেখতে অভ্যস্থ আমো। যৌবনে মানসিক ভাবে কোনও কারণে ধাক্কা পান আমো হাজি। তারপর থেকে এমন জীবনযাপন শুরু করেন তিনি, এমনই জানা যায়।(Pic- zmescience.com)
বাংলা খবর/ছবি/বিদেশ/
৬৭ বছর স্নান করেননি! দেখলে গা ঘিন ঘিন করবে বিশ্বের সব থেকে নোংরা মানুষকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল