Viral News: আজব কাণ্ড কাকে বলে, সৎ মেয়ে ও মা-কে দেখতে হুবহু এক, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: সৎ মায়ের চেয়ে সৎ মেয়ে বয়সে মাত্র ৬ বছরের ছোট, আর তাকে নাকি দেখতে অবিকল সৎমায়ের মতোই!
advertisement
1/6

মিররের (Mirror) রিপোর্ট অনুযায়ি সবানা চৈপিন ২৪ বছরের নাম ক্রিস নামের একজনের সঙ্গে বিয়ে করেন৷ ক্রিসের আগেও বিয়ে ছিল৷ তার সেই বিয়ে থেকে ৩ টি সন্তান ছিল৷ সাবানা ৩টি সৎ বাচ্চা সহ স্বামীর ঘর করতে আসেন৷ কিন্তু সৎ মা এই সন্তানদের সঙ্গে খুব মিলেমিশে যান৷ (Viral News)
advertisement
2/6
পেশায় হেয়ার স্টাইলিশ সবানা-র সবচেয়ে বড় মেয়ে তাঁর চেয়ে মাত্র ৬ বছরের ছোট৷ তাঁদের মধ্যে বয়সের ব্যবধান কম হওয়ায় তাঁরা বন্ধু হয়ে গেছেন৷ তাঁদের মধ্যে মা মেয়ের সম্পর্ক নেই৷ এই সৎ মা ও মেয়েকে দেখতেও ভীষণ একইরকম (Twins)৷
advertisement
3/6
এরফলে তাঁরা একসঙ্গে বাইরে গেলে তাঁদের অনেকেই যমজ বোন (Twins) বলেন৷ তাঁদের এতটাই একরকম দেখতে বলে শুরু থেকেই তাঁদের সম্পর্ক খুব জোরালো হয়৷ তাঁরা একে অপরের পোশাক থেকে গয়নাগাটি সবই ব্যবহার করেন (Viral News)৷
advertisement
4/6
সাবানা জানিয়েছেন তাঁরা বেশিরভাগ সময়েই তাঁরা একসঙ্গে থাকেন৷ একইরকমের কাপড় পরতে পছন্দ করেন৷ তাঁদের চুলের রঙও একইরকমের৷ সাবানা জানিয়েছেন তাঁরা ও ক্রিসের প্রথম সন্তান যখন জন্ম নেয় তখন তাঁর সৎমেয়েও তাঁর সঙ্গে ডেলিভারি রুমে ছিল৷
advertisement
5/6
সাবানা ও ক্রিসের বিয়ের পর ৩ বছর কেটে গেছে৷ টিঞ্জি অর্থাৎ সৎমেয়ের বয়স এখন ২০ বছর৷ এছাড়াও তাঁর ১৭ বছরের সৎছেলে টয়গে এবং ১৩ বছরের মেয়ে ট্রিনিটি রয়েছে৷ তাঁর নিজেরও এখন দুটি সন্তান রয়েছে৷
advertisement
6/6
সাবানা এবং ক্রিস ৫ সন্তান নিয়ে পুরো ভরা পরিবার৷ তাঁরা সকলেই খুব খুশিতে দিন কাটান৷ তাঁদের প্রেম ভরা পরিবারকে সকলেই সুন্দর বলে৷ (All Photos Credit- Instagram/@savana_chapin)