বাড়ছে মৃত্যু, স্থান সংকুলান মর্গেও! চিনের পরিস্থিতি ফেরাচ্ছে ২০১৯-এর স্মৃতি
- Published by:Rachana Majumder
Last Updated:
চিনে কোভিডের জেরে মৃতের সংখ্যা সরকারি ভাবে ৫২৪১-এর বেশি।
advertisement
1/6

নয়া কোভিড-১৯ হুমকির প্রেক্ষিতে আইএমএ বলেছে, আসন্ন কোভিড মহামারির মোকাবিলায় জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান এবং জল বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো অনুশীলনগুলি ফিরিয়ে আনতে হবে। এছাড়াও বিয়ে, রাজনৈতিক বা সামাজিক সভার মতো জনসমাগম এবং আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইএমএ।
advertisement
2/6
তবে এরই মধ্যে চীনে আতঙ্ক বাড়াচ্ছে এই ভাইরাস৷ ক্রমেই শোচনীয় হচ্ছে পরিস্থিতি৷ বহুদিন পরে কোভিডবিধি শিথিল হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছিলে দেশবাসী৷ কিন্তু ফের ফিরছে একই পরিস্থিতি৷
advertisement
3/6
কোভিডের যে রূপ চিনে ছড়িয়ে পড়েছে তার নাম বিএফ.৭। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি আগের থেকে অনেক বেশি সংক্রামক।
advertisement
4/6
তথ্য গোপন করছে চিন, এমন অভিযোগও সামনে আসছে একাধিকবার৷ লোকানো হচ্ছে মৃতের পরিসংখ্যান৷ তবে সূত্রের খবর, চিনের মর্গগুলিতে উপচে পড়ছে মৃতদেহ৷
advertisement
5/6
চিনে কোভিডের জেরে মৃতের সংখ্যা সরকারি ভাবে ৫২৪১-এর বেশি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। সরকারি তথ্যে, চিনে ৩,৮৯,৩০৬ টি সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে মিডিয়া রিপোর্টগুলিতে দাবি করা হচ্ছে, চিনে করোনার আসল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চিন বেশ কিছু ক্ষেত্রে সঠিক তথ্য দিচ্ছে না। করোনা তথ্যে স্বচ্ছতার অভাবে আবারও সমালোচনার মুখে পড়েছে চিন।
advertisement
6/6
কয়েকদিন আগেই চিন কোভিডের জেরে মৃত্যুহার প্রকাশ্যের ডেটা বদলে দিয়েছে। এবার করোনা আক্রান্ত অবস্থায় কেউ যদি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান, শুধুমাত্র তাঁকেই করোনায় মৃত্যু বলে গ্রাহ্য করা হবে। এক সংস্থার অনুমান অনুসারে চিনে ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি নতুন সংক্রমণ এবং প্রতিদিন কমপক্ষে ৫ হাজার মানুষ মারা যাচ্ছেন।