Pakistan on Pahalgam Terror Attack: 'পাক মাটিতে লস্কর নেই', পহেলগাঁও হামলার পরে ফের নির্লজ্জ দাবি পাকিস্তানের! 'অল-আউট-যুদ্ধ'-র হুমকি ভারতকে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pakistan on Pahalgam Terror Attack: এটাই শোনা বাকি ছিল ভারতবাসীর। পহেলগাঁওতে জঙ্গিহামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে লস্করের জঙ্গিরা নেই।
advertisement
1/8

এটাই শোনা বাকি ছিল ভারতবাসীর। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে লস্করের জঙ্গিরা নেই।
advertisement
2/8
হাফিজ সইদ, লস্করের প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত বলে একাধিক ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ইতিমধ্যেই প্রমাণ উঠে এসেছে। হাফিজ সইদ ২৬/১১ মুম্বই হামলার প্রধান চক্রী। এই মুহূর্তে পাকিস্তানেই রয়েছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।
advertisement
3/8
পহেলগাঁওতে ২২ এপ্রিল কাপুরুষ টিআরএফ জঙ্গিদের হামলার পর ২৭ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। জঙ্গিহামলার দায় স্বীকার করেছে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স।
advertisement
4/8
তারপরেও পাকিস্তানের প্রতিরক্ষীমন্ত্রীর দাবি, পাকিস্তানের মাটিতে লস্করের জঙ্গি আর নেই।
advertisement
5/8
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেছেন, পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। নাগাল্যান্ড থেকে কাশ্মীর পর্যন্ত যারা ভারত সরকারের বিরোধী তারই এই হামলার পিছনে রয়েছে। যা হয়েছে তা ভারতের নিজের মাটিতেই তৈরি হয়েছে। নাগাল্যান্ড, কাশ্মীর, মণীপুরে, ছত্তিশগড়ে সরকারের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। তারই ফল এই হামলা।
advertisement
6/8
খাজা আসিফ আরও বলেন, 'পাকিস্তান কখনওই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। স্থানীয় মানুষজন কখনওই জঙ্গিদের টার্গেট হতে পারে না। এনিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। কিন্তু স্থানীয় কোনও শক্তি যদি ভারত সরকারকে চ্যালেঞ্জ করে তাহলে তার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে দেওয়া খুব সোজা।'
advertisement
7/8
আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাজা আসিফের দাবি, কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড পরিকল্পিত একটি ঘটনা। তিনি বলেন, 'আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সন্দেহ করি, এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন-- অর্থাৎ নিজেরাই ঘটিয়ে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা।' যদিও তিনি এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।
advertisement
8/8
এরইসঙ্গে খাজা আসিফের হুমকি, 'ভারত পাকিস্তানকে আক্রমণ করলে সর্বশক্তি দিয়ে যুদ্ধ হবে।' তিনি আরও বলেন, 'যদি পাকিস্তানিদের উপর হামলা হয়, তাহলে ভারতীয় নাগরিকেরাও নিরাপদ থাকবে না। ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।'