মর্মান্তিক! বাবার টি-শার্টের মধ্যে আশ্রয় নিয়েছে ২ বছরের মেয়ে, জলে ভেসে উঠল দু’জনের দেহ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

জলে ভেসে উঠেছে বাবা ও মেয়ের নিথর দেহ৷ দেখুন কীভাবে বাবার টি-শার্টের মধ্যে আশ্রয় নিয়েছিল ছোট্ট মেয়েটি৷ মনে করা হচ্ছে শেষ সময় দু’জনে আঁকড়ে ধরেছিলেন দু’জনকে৷
advertisement
2/7
মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তের এই ঘটনা৷ ওই সীমান্তে অশান্তি ছড়িয়েছে অনেকদিন৷ বহু মানুষ ঘরছাড়া৷ শরণার্থীদের নানা সমস্যার খবর উঠে আসছে প্রতিদিন৷
advertisement
3/7
রিও গ্রান্ডে নদীতে ভেসে উঠেছে বাবা ও মেয়ের এই দেহ৷ এই ছবি দেখে অনেকেরই মনে পড়ছে সিরিয়ার সেই ছোট শিশু অ্যালান কুর্দির কথা৷ সমুদ্রতীরে পড়ে ছিল যার দেহ৷ (AP Photo/Julia Le Duc)
advertisement
4/7
স্থানীয় সংবাদসংস্থা মাধ্যম জানিয়েছে মৃত ব্যক্তির নাম অস্কার অ্যালবার্তো৷ সংসার চালাতে অক্ষম অবস্থা ছিল তার৷ জুটছিল না শরণার্থী শিবিরে ঠাঁই৷ এল সাল্ভাদরের বাসিন্দা অস্কার নিজের সন্তানকে নিয়ে পাড়ি দেয় রিও গান্ডে নদীতে৷ ব্রাজিলের দিক থেকে সন্তানকে পৌঁছে দেন মার্কিন দিকে৷ কিন্তু শেষরক্ষা হল না...(AP Photo/Antonio Valladares)
advertisement
5/7
অস্কারের মা জানিয়েছেন তিনি অনেকবার না করেছিলেন ছেলেকে৷ কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে ছেলের কাছে আর কোনও উপায় ছিল না৷ ছেলে ও নাতনির এই মর্মান্তিক মৃত্যুতে নিজের চোখের জল থামাতে পারছেন না এই বৃদ্ধা৷ হাতড়ে চলেছেন নাতনির সব খেলনার জিনিস৷ (AP Photo/Antonio Valladares)
advertisement
6/7
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট৷ এমন ঘটনা অনভিপ্রেত বলে জানিয়েছেন তিনি৷ (AP Photo/Marco Ugarte)
advertisement
7/7
বাবার সঙ্গে ২ বছরের মেয়ের এই ছবি চোখে জল এনেছে সকলের৷ দীর্ঘদিন ধরে শরণার্থীরা যে সমস্যায় ভুগছেন, এই ছবি আরও একবার তা প্রকট হল৷ মেয়েকে পাড়ে তুলে বৌকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অস্কারের৷ কিন্তু নদীর স্ত্রোতে ভেসে গেলেন বাবা-মেয়ে দু’জনেই৷ (AP Photo/Julia Le Duc)