চরম যৌন সুখই মৃত্যুর কারণ! সঙ্গমের সময় ৩৫ বছরের পুরুষের মৃত্যু নিয়ে চাঞ্চল্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যদিও সঠিক এবং স্বাভাবিক যৌন জীবন, সাধারণভাবে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে৷ বহু গবেষণা সেই ইঙ্গিতই দেয়৷
advertisement
1/6

*যৌনতায় মত্ত ৩৫ বছরের হঠাৎ মৃত্যুতে তৈরি হয় চাঞ্চল্য৷ এক দেহব্যবসায়ীর সঙ্গে সঙ্গমের সময় এক ব্যক্তির মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল৷ ঘটনা মালাওইর ফালম্বের৷ যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম চার্লস মাজাওয়া৷ এক আন্তর্জাতিক সংবাদপত্র সূত্রে এমনই খবর৷
advertisement
2/6
*যৌনতার সময় এভাবে মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে এক অদ্ভুত রিপোর্ট৷ চিকিৎসকরা জানিয়েছেন যে, চরম সঙ্গম সুখেই মৃত্যুর কারণ৷ দেহের ময়নাতদন্তে এই কারণই স্পষ্ট হয়েছে৷ এমনকী তাঁর মৃত্যুর পর, প্রাথমিকভাবে যে যৌনকর্মীর সঙ্গে তিনি ছিলেন, তিনিও এমন ইঙ্গিত দেন তাঁর পরিচিতদের৷
advertisement
3/6
*তবে কেন এমন ভাবে মৃত্যু হল? মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে যে, চুড়ান্ত যৌনসুখের সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েন ওই ব্যক্তি যে তাঁর মস্তিষ্কের রক্তনালীর উপর চাপ পড়ে৷ এবং তা ছিঁড়ে যায়! ফল, মৃত্যু৷
advertisement
4/6
*সেই সময় যে দেহব্যবসায়ীর সঙ্গে তিনি যৌনতায় লিপ্ত ছিলেন, তাঁর এতে কোনও দোষ নেই৷ ফলে কোনওভাবেই চার্লসের মৃত্যুর জন্য তিনি দায়ী হবেন না৷ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগও আনা হবে না৷
advertisement
5/6
*যদিও সঠিক এবং স্বাভাবিক যৌন জীবন, সাধারণভাবে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে৷ বহু গবেষণা সেই ইঙ্গিতই দেয়৷ হার্ট অ্যাটাকের পরও যাঁদের সেক্স লাইফ খুব সক্রিয় থাকে, তারাও তাড়াতাড়ি স্বাভাবিক জীবন যাপনে সক্ষম হয়৷ বেশি দিন বাঁচেনও তারা৷ এমনই তথ্য সামনে এনেছে বহু মেডিক্যাল রিপোর্ট৷
advertisement
6/6
*তবে চার্লসের ঘটনা ব্যতিক্রমী এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক৷