Kim Jong UN: ফের চরম স্বৈরতন্ত্র কিম জংয়ের, বাবা জন্মজয়ন্তীতে মাইনাস ১৫ ডিগ্রিতে যা যা করালেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kim Jong UN: হালেই তিনি নিজের বাবা-র জন্মজয়ন্তীতে যথেষ্ট সংখ্যক কমজঙ্গলিয়া বোগেনিয়া ফুল না ফোটার জন্য মালিদের লেবার ক্যাম্পে (এক ধরণের জেল) পাঠিয়ে দিয়েছিলেন৷
advertisement
1/6

#পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার (North Korea) সর্বময় অধিপতি কিম জং উন (Kim Jong UN) ফের এক এমন কাজ করলেন যা ভাবা যায় না৷ ফের নিজের সর্বময় কর্তৃত্বকে ব্যবহার করে বহু মানুষকে কষ্ট দিলেন তিনি৷ নিজের বাবা কিম জং ইলের জন্ম জয়ন্তীতে প্রবল ঠাণ্ডা অর্থাৎ মাইনাস টেম্পাচারে হাজার হাজার লোককে বাধ্য করে অনুষ্ঠানে হাজির থাকতে৷ কিম জং উনের বাবা ২০১১ সালে মারা গিয়েছিলেন৷
advertisement
2/6
কনকনে ঠাণ্ডা যেখানে মানুষ একমাত্র আপতকালীন পরিস্থিতি ছাড়া বাইরে বার হয় না, সেখানে কিম জং উন নিজের ভাষণ শোনার জন্য সকলকে বাধ্য করেন৷ মানুষ মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাথায় টুপি ও হাতে গ্লাভস ছাড়া আধঘণ্টা ধরে নেতার ভাষণ শোনেন৷
advertisement
3/6
হালেই তিনি নিজের বাবা-র জন্মজয়ন্তীতে যথেষ্ট সংখ্যক কমজঙ্গলিয়া বোগেনিয়া ফুল না ফোটার জন্য মালিদের লেবার ক্যাম্পে (এক ধরণের জেল) পাঠিয়ে দিয়েছিলেন৷
advertisement
4/6
উত্তর কোরিয়ার স্যামজিয়ন শহরে কিম জং উনের বাবা কিম জং ইলের ৮০ তম জন্মজয়ন্তীতে অনুষ্ঠান ছিল৷ এই দিনে জং ইলের স্ট্যাচুর সামনে হাজার হাজার লোক দাঁড়িয়ে নিজের দেশের নেতার বাবার জন্মদিনে ভাষণ শুনতে বাধ্য হন৷ পাশাপাশি ওয়াটার জিমন্যাস্টিক করতেও বাধ্য হন জিমন্যাস্টরা৷ প্রবল ঠাণ্ডায় প্রচুর ঠাণ্ডা জলে পারফর্ম করতে হয়৷
advertisement
5/6
স্থানীয় খবর অনুযায়ি এই সময় কিম জং যেখানে বসেছিলেন সেখানে বিদ্যুতের তার দেখা গিয়েছিল৷ বিশেষজ্ঞদের মতে নিজের সিটের কাছে হিটারের ব্যবস্থা করা ছিল৷ যাতে কিম জংয়ের ঠাণ্ডা না লাগে, কিন্তু নাগরিক ও পারফরমারদের জন্য কোনও ব্যবস্থাই ছিল না৷
advertisement
6/6
কিম জং ইলের মৃত্যুর পর ২০১১ -তে হয়েছিল৷ তার মৃত্যুর পর ক্ষমতাসীন শাসক কিম জং তাঁর বাবার স্মৃতিতে প্রতি বছর ডে অফ শাইনিং স্টার আয়োজন করেন৷ এর সময়ে ছুটিও দেওয়া হয়৷ এই অনুষ্ঠানের সময় কেউ কোনও ভুল করতে চরম সাজা দেওয়া হয়৷