COVID19| করোনার ওষুধ! রেমডেসিভিরে অনুমোদন দিয়ে দিল জাপান
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
জাপানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা করোনায় আশঙ্কাজনক রোগীদের এই ওষুধ দেবে৷ করোনার আর কোনও চিকিত্সা এখনও অনুমোদন পায়নি৷ ফলে রেমডেসিভিরের চাহিদা বাড়ছে৷
advertisement
1/5

করোনা যুদ্ধে জয় পাওয়ার আশার আলোটা যেন ক্রমেই গাঢ় হচ্ছে৷ মার্কিন ওষুধ সংস্থা Gilead Sciences Inc-এর তৈরি রেমডেসিভির ওষুধটি করোনার ওষুধ হিসেবে ইতিমধ্যেই বিশ্বে চর্চার তুঙ্গে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধটির তিনটি পর্যায়েই ট্রায়াল সফল হয়েছে৷
advertisement
2/5
এ হেন রেমডেসিভির এ বার জাপানেও সফল৷ শুধু তা-ই নয়, জাপানে এই ওষুধকে করোনা ভাইরাসের ওষুধ হিসেবে স্বীকৃতি দেওয়া হল৷ দেশটি প্রথম কোনও ওষুধকে করোনা ভাইরাসের ওষুধ হিসেবে অনুমোদন করল৷
advertisement
3/5
মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা রেমডেসিভিরকে করোনার চিকিত্সায় ব্যবহার করা যায় কিনা, তার জন্য জাপান সরকারকে দ্রুত দেখার আবেদন করেছিল৷ ৩ দিনের মধ্যে জাপান তা পরীক্ষা করে জানিয়ে দিল, করোনা ভাইরাসের চিকিত্সার জন্য রেমডেসিভির সফল৷
advertisement
4/5
জাপানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা করোনায় আশঙ্কাজনক রোগীদের এই ওষুধ দেবে৷ করোনার আর কোনও চিকিত্সা এখনও অনুমোদন পায়নি৷ ফলে রেমডেসিভিরের চাহিদা বাড়ছে৷
advertisement
5/5
করোনা রোগীদের জরুরি ভিত্তিতে রেমডেসিভির দেওয়ার ব্যাপারে গত সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদন দিয়েছে এই ওষুধকে৷