Israel Iran War: ইরানের ‘রিং অফ ফায়ার’-এর জবাব ইজরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'! ৯০০০ কেজি ইউরেনিয়াম নিয়ে কী করছে তেহরান? উঠছে প্রশ্ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইজরায়েলি হামলায় ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ মুহম্মদ বাঘেরি, ইরানের গার্ড কম্যান্ডার হোসেইন সালামি সহ ইরানের সামরিক বহু শীর্ষ নেতা মারা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর৷ মারা গিয়েছেন ছয় পরমাণু বিজ্ঞানীও৷ সবচেয়ে উল্লেখযোগ্য হামলা চলেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রে৷
advertisement
1/8

ইরানের ‘রিং অফ ফায়ার’কে চ্যালেঞ্জ করে এবার পাল্টা ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’৷ বিষয়টা কী? কেনই বা ইরানে হামলা চালাচ্ছে ইজরায়েল৷ চিরশত্রু দুই দেশের মধ্যে হঠাৎ কেন যুদ্ধ পরিস্থিতি?
advertisement
2/8
শুক্রবার ভোরে ইরানের ‘অপারেশন রাইজিং লায়ন’ -এ রাজধানী তেহরান, পরমাণু গবেষণা কেন্দ্র নাতানজ -সহ সে দেশের একাধিক শহর, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক শীর্ষ স্থানীয় কর্তাদের টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল৷ পাল্টা ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের তরফেও৷
advertisement
3/8
কেন ইরানে এই ইজরায়েলি হামলা? তার অন্যতম কারণ হিসাবে মনে করা হচ্ছে ইরানের ‘রিং অফ ফায়ার’ প্ল্যান৷ কী ছিল ইরানের এই ‘রিং অফ ফায়ার’৷
advertisement
4/8
ইরানের 'রিং অফ ফায়ার' একটি কৌশল যার মাধ্যমে তারা লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং সিরিয়া-ইরাকে থাকা বিদ্রোহীদের অস্ত্র ও টাকা দিয়ে সাহায্য করে ইজরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছে বলে দাবি করে এসেছেন নেতানিয়াহু। তারই প্রত্যুত্তর এল এবার৷
advertisement
5/8
ইজরায়েল দাবি করেছে, IAEA-র মে মাসের রিপোর্ট অনুযায়ী, ইরান বেআইনি ভাবে ৯ হাজার ২৪৭ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক পাইল করেছে৷ চিন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির সঙ্গে স্বাক্ষরিত ইরানের Joint Comprehensive Plan of Action (JCPOA), the 2015 nuclear agreement অনুযায়ী, ইরান সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক করতে পারে৷ কিন্তু, এই পরিমাণ নির্ধারিত পরিমাণের প্রায় ৪৫ গুণ৷ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় ১৫ টি পরমাণি বোমা বানানো যাবে বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে৷
advertisement
6/8
যদিও এ সমস্ত অভিযোগই নস্যাৎ করেছে ইরান৷ উপরন্তু তাঁদের দাবি, ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়নে’ তাঁদের বহু নারী, শিশু ও নিরপরাধ সাধারণ নাগরিক মারা গিয়েছে৷
advertisement
7/8
ইজরায়েলি হামলায় ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ মুহম্মদ বাঘেরি, ইরানের গার্ড কম্যান্ডার হোসেইন সালামি সহ ইরানের সামরিক বহু শীর্ষ নেতা মারা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর৷ মারা গিয়েছেন ছয় পরমাণু বিজ্ঞানীও৷ সবচেয়ে উল্লেখযোগ্য হামলা চলেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রে৷
advertisement
8/8
ইজরায়েলি হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় তার বন্ধু রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘‘সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু তো বাঁচাক ওরা৷ সই (পরমাণু চুক্তি) করে নিক৷ দে আর অল ডেড নাও৷ এটা আরও খারাপ হবে শুধু৷’’ তাঁর দাবি, ‘‘ইরানকে পরমাণু চুক্তি সই করতেই হবে৷ ’’