Iran Attacks Israel: আয়রন ডোম ভেঙে চুরমার..ইরানের মিসাইল ছারখার করে দিল ইজরায়েলের তেল আভিভ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুক্রবারের হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘এই ভয়ঙ্কর হামলার ফল ভুগতে হবে ইজরায়েলকে৷ ’’ সেই জবাবই এল শনিবার৷
advertisement
1/8

যুদ্ধ শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে৷ গত ২৪ ঘণ্টায় আরও গুরুতর হয়েছে ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি৷ গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং শীর্ষস্থানীয় সামরিক নেতাদের লক্ষ্য করে ফাইটার জেট অ্যাটাক করেছিল ইজরায়েল৷ ইজরায়েল তাদের এই মিশনের নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন৷’
advertisement
2/8
ইজরায়েলি আক্রমণে ইরান প্রশাসনের ৬ পরমাণু বিজ্ঞানী ছাড়াও খতম হয়েছে সর্বোচ্চ সামরিক পদাধিকারী মেজর জেনারেল হোসেন সালামি৷ সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ বাঘেরি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান আলি শামখানি৷ শনিবার ভোরে সেই ইজরায়েলি হামলারই প্রতিশোধ নিল ইরান৷
advertisement
3/8
শনিবার ভোরে ইজরায়েলের বহু চর্চিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে চুরমার করে দিয়ে সরাসরি তেল আভিভে আছড়ে পড়ল ইরানের মিসাইল৷ বিস্ফোরণ-আগুনে ছারখার শহরের একটা বড় অংশ৷
advertisement
4/8
ভয়াবহ সাইরেনের আওয়াজে মধ্যরাতে ঘুম ভাঙে তেল আভিভের মানুষের৷ হুড়মুড়িয়ে রেসকিউ সেন্টারে ঢুকতে শুরু করেন বহু নাগরিক৷ কিন্তু, যে আয়রন ডোম নিয়ে ইজরায়েলের গর্বের শেষ ছিল না, সেই ডোম অতন্ত্র প্রহরাকেই ভেঙে গুঁড়িয়ে দিয়ে তেল আভিভে থাকা ইজরায়েলি সেনার হেডকোয়ার্টাসের কাছে পর পর আছড়ে পড়ল ব্যালিস্টিক মিসাইল৷ শুধু আয়রন ডোমই নয়, মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে ডেভিডের স্লিং-এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমও৷
advertisement
5/8
দু’দফায় এই মিসাইল হামলা চালায় ইরান৷ তেল আভিভের একটা বৃহত্তর অংশে তো বটেই ইজরায়েলি সেনার হেডকোয়ার্টার্স সহ একাধিক মিলিটারি ফেসিলিটিকে টার্গেট করে হামলা চালানো হয়েছে এদিন৷ অন্যদিকে, ইরানের তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
6/8
শুধুমাত্র তেল আভিভেই নয়, এয়ার রেড সাইরেন শোনা গিয়েছে ইজরায়েলের রাজধানী জেরুজালেমেও। সেখানেও মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ হামলায় কমপক্ষে ১ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল প্রশাসন৷ আহত অন্তত ৪১৷
advertisement
7/8
অন্যদিকে, ইরানের নিউক্লিয়ার সাইটে প্রায় ইজরায়েলের ২০০ ফাইটার জেটের হামলায় ৭৮ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে, আহত ৩২০ -রও বেশি৷ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি৷
advertisement
8/8
শুক্রবারের হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘এই ভয়ঙ্কর হামলার ফল ভুগতে হবে ইজরায়েলকে৷ ’’ সেই জবাবই এল শনিবার৷