Israel Iran War: ঢুকে পড়ল ইরানও...শ’য়ে শ’য়ে ড্রোন হামলা, মাঝ আকাশেই যুদ্ধ! হুঁশিয়ারি পোস্ট, ‘জলদি দেখা হচ্ছে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জবাব দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইও৷ সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘এটা যে করল, সেই জিওনিস্ট (ইজরায়েলি রাষ্ট্রপন্থী) সরকারকে আরও তিক্ত, যন্ত্রণাদায়ক পরিণতির জন্য তৈরি থাকতে হবে৷ এর ফল তো ভুগতেই হবে৷’ ইরান সেনাও সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে লিখেছে ‘জলদি দেখা হবে৷ ’
advertisement
1/7

প্রথম টার্গেট ছিল ইরানের কেরমানশাহ, লোরেস্তান এবং তেহরানের মতো প্রদেশে৷ ইরানে ঢুকে তাদের একাধিক সেনাঘাঁটি, পরমাণু গবেষণাকেন্দ্রে লাগাতার এয়ারস্ট্রাইক করেছে ইজরায়েল৷ ধ্বংস হয়ে গিয়েছে ইরানের অন্যতম পরমাণু কেন্দ্র নাতানজ৷ ছড়াচ্ছে রেডিয়েশন৷ এবার পাল্টা হামলা চালাল ইরান...
advertisement
2/7
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সঈদ আলি খামেনেই আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইজরায়েলকে এর ফল ভুগতে হবে৷ এবার শুরু হল ইরানের হামলা...ইজরায়েলে ঢুকে হামলা চালাল কয়েকশো ড্রোন৷
advertisement
3/7
ইজরায়েলি সেনার ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘‘ইজরায়েল লক্ষ্য করে প্রায় ১০০টা UAV পাঠিয়েছিল ইরান৷ সেগুলোকে মাঝ আকাশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে৷’’
advertisement
4/7
শুক্রবার ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) জানায়, তাদের অপারেশন রাইজিং লায়নের প্রথম ধাপ সফল ভাবে সম্পন্ন হয়েছে৷ এই ধাপে ইরানের একাধিক পরমাণু কেন্দ্র এবং সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলের ফাইটার জেট৷
advertisement
5/7
ইজরায়েলি হামলায় ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ মুহম্মদ বাঘেরি, ইরানের গার্ড কম্যান্ডার হোসেইন সালামি সহ ইরানের সামরিক বহু শীর্ষ নেতা মারা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর৷ মারা গিয়েছেন পরমাণু বিজ্ঞানীরাও৷ সবচেয়ে উল্লেখযোগ্য হামলা চলেছে নানতানজ পারমাণবিক কেন্দ্রে৷
advertisement
6/7
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি রেকর্ড করা ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমরা ইজরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি৷ পারমাণবিক বোমা তৈরিতে কাজ করা ইরানি বিজ্ঞানীদের, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির এলাকায় এবং নানতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে ইজরায়েল৷ এটা কয়েকদিন ধরেই চলবে।’’
advertisement
7/7
জবাব দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইও৷ সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘এটা যে করল, সেই জিওনিস্ট (ইজরায়েলি রাষ্ট্রপন্থী) সরকারকে আরও তিক্ত, যন্ত্রণাদায়ক পরিণতির জন্য তৈরি থাকতে হবে৷ এর ফল তো ভুগতেই হবে৷’ ইরান সেনাও সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে লিখেছে ‘জলদি দেখা হবে৷ ’