TRENDING:

Israel Iran War: ইরানের শরীরে দগদগে ক্ষত তৈরি ইজরায়েলের! বিমান হানায় শেষ ইরানের সেনা বাহিনির স্তম্ভ আলি শাদমানি...

Last Updated:
Israel Iran War: ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ আলি শাদমানি তেহরানে ইজরায়েলি বিমান হামলায় নিহত হন। খামেনেই-এর ঘনিষ্ঠ এই উপদেষ্টার মৃত্যু ইরান-ইজরায়েল সংঘর্ষে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আইডিএফ এই হামলার দায় স্বীকার করেছে, বিস্তারিত জানুন...
advertisement
1/8
ইরানের শরীরে দগদগে ক্ষত ইজরায়েলের! বিমান হানায় শেষ ইরান সেনা বাহিনির স্তম্ভ আলি শাদমানি
ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ এবং সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর ঘনিষ্ঠতম সামরিক উপদেষ্টা আলি শাদমানি ইজরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)।
advertisement
2/8
আইডিএফ-এর মতে, "গত পাঁচ দিনে দ্বিতীয়বারের মতো আমরা ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ, যিনি একইসঙ্গে শাসকগোষ্ঠীর সর্বোচ্চ সামরিক কমান্ডার, তাকে নির্মূল করেছি।" সোশ্যাল মিডিয়ায় পোস্টে তারা আরও লেখে, "আলি শাদমানি, যিনি খামেনেই-এর সবচেয়ে কাছের সামরিক উপদেষ্টা ছিলেন, তেহরানের কেন্দ্রে একটি নির্ভুল গোয়েন্দা অভিযানে নিহত হয়েছেন।"
advertisement
3/8
আলি শাদমানি শুধু ইরানের সামরিক প্রশাসনের অন্যতম উচ্চপদস্থ ব্যক্তিই ছিলেন না, তিনিই ছিলেন ইরানের যুদ্ধকালীন পরিকল্পনার মূল মাথা। তাঁর মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
advertisement
4/8
এর আগে রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমিকেও হত্যা করা হয়। সেই হামলায় নিহত হন তাঁর ডেপুটি হাসান মোহাঘেঘ এবং আইআরজিসির আরও এক উচ্চপদস্থ কমান্ডার মহসেন বাকেরি।
advertisement
5/8
এই হামলাগুলোর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। G7 দেশগুলির তরফে সোমবার রাতে এক বিবৃতিতে ইজরায়েলের প্রতি সমর্থন জানানো হয় এবং ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার অন্যতম উৎস হিসেবে উল্লেখ করা হয়। তারা এই অঞ্চলে উত্তেজনা কমানোর আহ্বান জানায়।
advertisement
6/8
১৩ জুন থেকে ইরান ও ইজরায়েলের মধ্যে সরাসরি বিমান যুদ্ধ শুরু হয়েছে। সেই দিন ইজরায়েল প্রথম ইরানে বিমান হানা চালায়। এরপর থেকে একের পর এক পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
7/8
ইজরায়েলের দাবি, তারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থামাতে এই প্রিভেন্টিভ অ্যাটাক চালাচ্ছে। ইরান যদিও বারবার জানিয়েছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশে আগ্রহী এবং তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির (NPT) পক্ষেই রয়েছে।
advertisement
8/8
অন্যদিকে, ইজরায়েল নিজে NPT-এর সদস্য নয় এবং মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। তবে ইজরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব কখনও স্বীকার বা অস্বীকার করেনি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Israel Iran War: ইরানের শরীরে দগদগে ক্ষত তৈরি ইজরায়েলের! বিমান হানায় শেষ ইরানের সেনা বাহিনির স্তম্ভ আলি শাদমানি...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল