TRENDING:

Donald Trump Secret Weapon: ট্রাম্প এটা ফেললেই ইরান শেষ...পেরেকের মতো গেঁথে যাবে বাঙ্কারে লুকনো পরমাণু কেন্দ্রে! সঙ্গে সঙ্গে ব্লাস্ট..চিনুন আমেরিকার সেই ‘সিক্রেট ওয়েপন’

Last Updated:
বিশেষজ্ঞেরা বলছেন, এই ফরডো পরমাণু কেন্দ্রকে ভেঙে তছনছ করে দিতে পারে আমেরিকার এই বাঙ্কার বাস্টার৷ কিন্তু, আমেরিকা সেটা ব্যবহার করবে কি না সেই প্রশ্ন৷ কারণ, এই অস্ত্র ব্যবহার করার অর্থ, রাশিয়া, চিনের মতো দেশকে ডেকে এনে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলা৷ কারণ, এই হামলায় যুদ্ধের ‘রেডিয়েশন’ ছড়িয়ে যাবে বহুদূর পর্যন্ত৷
advertisement
1/8
ট্রাম্প এটা ফেললেই ইরান শেষ...পেরেকের মতো গেঁথে যাবে পরমাণু কেন্দ্রে! সঙ্গে সঙ্গে ব্লাস্ট
ইজরায়েল ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই ছিল, এবার পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, যে কোনও দিন সরাসরি এই যুদ্ধে ঢুকে পড়তে পারে আমেরিকা৷ বা আরও ভাল করে বললে, ঢুকে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্প৷ কারণ, গতকালই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, তার মনে কী আছে, সেটা কেউ জানে না৷ শোনা যাচ্ছে, ইরানে হামলা চালানোর ব্লু প্রিন্ট ইতিমধ্যেই দেখেশুনে রেখেছে ট্রাম্প৷ অপেক্ষা শুধু একটা নির্দেশের৷ বিশেষজ্ঞেরা বলছেন, ইরানকে শায়েস্তা করার জন্য ট্রাম্প এমন এক গোপন হাতিয়ার বেছে রেখেছে, যা পাশা বদলে দিতে পারে ইজরায়েল ইরান যুদ্ধের৷ সেই গোপন হাতিয়ারের নাম বাঙ্কার-বাস্টার বম্ব৷ বিষয়টা কী, কেমন করে কাজ করে, শুনলে শিউরে উঠবেন৷
advertisement
2/8
কে না জানে, ওসামা বিন লাদেন লুকিয়ে ছিল পাক সীমান্ত সংলগ্ন পূর্ব আফগানিস্তানের তোরা বোরা কেভ-এ৷ আর ইরানের পরমাণু অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে মাটির অনেক গভীরে তৈরি করা পাকাপোক্ত বাঙ্কারে৷ যার গায়ে কোনও মিসাইল তো কোন ছাড় পরমাণু বোমাও আঁচড় কাটতে পারে না৷ জানা যায়,এই যুদ্ধে ইরানের অন্যতম প্রধান অস্ত্র হল এই বাঙ্কারগুলো৷ এরকমই এক বাঙ্কারে সম্ভবত লুকিয়ে থাকতে পারেন সে দেশের সর্বশক্তিমান নেতা আয়াতোল্লা খামেইনি৷ মনে করা হচ্ছে, ইরানের এই বাঙ্কার নেটওয়ার্ক শেষ করে দিতেই বিশেষ হাতিয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতে পারে ট্রাম্প৷
advertisement
3/8
এই ব্রহ্মাস্ত্রের নাম GBU-57/B৷ আমেরিকার সেনা ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি এই বিশেষ বোমা মাটির গভীরে থাকা চওড়া কংক্রিটের দেওয়াল ওয়ালা বাঙ্কারকেও উড়িয়ে দিতে পারে৷ তবে পাথুরে জমির ৮০ মিটার গভীরে তৈরি ইরানের পরমাণু বোমা প্রুফ বাঙ্কারে কি পৌঁছতে পারবে ট্রাম্পের এই অস্ত্র? কী বলছেন বিশেষজ্ঞেরা?
advertisement
4/8
ডাক নাম বাঙ্কার বাস্টার, আর ভাল নাম, ম্যাসিভ অর্ডান্স পেনিট্রেটরস (MOPS)৷ এই বোমা একেবার নির্দিষ্ট টার্গেটে মাটি, পাথর, কংক্রিট ভেদ করে লক্ষ্যের বাঙ্কারে হামলা চালাতে পারে৷ বোমার বিস্ফোরণও হয় মাটির নীচেই৷ প্রায় ৫০০০ কেজি বোমা বওয়ার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের৷
advertisement
5/8
আমেরিকা যদি সত্যি সত্যিই ইজরায়েল ইরানের যুদ্ধে সরাসরি জড়াতে যায়, তাহলে তাদের মূল উদ্দেশ্য হবে ইরানের পরমাণু অস্ত্র এবং অস্ত্র তৈরির গবেষণাগারগুলোকে ধ্বংস করে দেওয়া৷ বিশেষ করে মাটির নীচে থাকা সেই সমস্ত বাঙ্কার, যেখানে ইরান বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে৷ ইরানের মধ্য ভাগে থাকা নাতানজ পরমাণু কেন্দ্রই তেমন একটা কেন্দ্র, যুদ্ধের প্রথম দিনেই যেখানে হামলা করেছিল ইজরায়েলের বায়ুসেনা৷
advertisement
6/8
মনে করা হচ্ছে, যদি ইরান ইজরায়েলের যুদ্ধে ট্রাম্প ঢোকে, তাহলে সর্বাধুনিক বাঙ্কার বাস্টার GBU-57A/B বোমা ব্যবহারে অনুমতি দিতে পারে ট্রাম্প৷ স্টিল অ্যালয়ের তৈরি এই বোমা বিমান থেকে ড্রপ করা হয়৷ এতে থাকা GPS একে পৌঁছে দেয় নির্দিষ্ট টার্গেটে৷ মাটির যত কাছাকাছি যায়, ততই বাড়ে তার গতিবেগ৷ ফলে মাটি ছোঁয়া মাত্র বিরাট বড় দৈত্যাকার পেরেকের মতো পাথুরে জমি, কংক্রিটের দেওয়াল ফুঁড়ে পৌঁছে যায় লক্ষ্যের বাঙ্কারে৷ তারপর বিস্ফোরণ ঘটায়৷
advertisement
7/8
নাতানজ পরমাণু কেন্দ্রের মতোই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফরডো৷ তেহরান থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থাকা এই ফরডো পরমাণু কেন্দ্রও লুকিয়ে রয়েছে পাহাড়ে পাথুরে জমির ৮০ মিটার নীচে তৈরি করা বাঙ্কারে৷
advertisement
8/8
বিশেষজ্ঞেরা বলছেন, এই ফরডো পরমাণু কেন্দ্রকে ভেঙে তছনছ করে দিতে পারে আমেরিকার এই বাঙ্কার বাস্টার৷ কিন্তু, আমেরিকা সেটা ব্যবহার করবে কি না সেই প্রশ্ন৷ কারণ, এই অস্ত্র ব্যবহার করার অর্থ, রাশিয়া, চিনের মতো দেশকে ডেকে এনে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলা৷ কারণ, এই হামলায় যুদ্ধের ‘রেডিয়েশন’ ছড়িয়ে যাবে বহুদূর পর্যন্ত৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump Secret Weapon: ট্রাম্প এটা ফেললেই ইরান শেষ...পেরেকের মতো গেঁথে যাবে বাঙ্কারে লুকনো পরমাণু কেন্দ্রে! সঙ্গে সঙ্গে ব্লাস্ট..চিনুন আমেরিকার সেই ‘সিক্রেট ওয়েপন’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল