TRENDING:

Israel Iran News: এবার আর ইজরায়েল নয়, আমেরিকার 'বুকে' আঘাত করল ইরান! কী ঘটল জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি এবার শুরু হল বলে!

Last Updated:
Israel Iran News: আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।
advertisement
1/6
এবার আর ইজরায়েল নয়, আমেরিকার 'বুকে' আঘাত করল ইরান! কী ঘটল জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু?
ইজরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুত কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
2/6
আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে।
advertisement
3/6
এদিকে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে পাঁচ নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইজরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইজরায়েলের পারস্পরিক হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।
advertisement
4/6
অন্যদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে আসা ছবিতে দেখা গেছে, একটি জ্বালানির গুদামে ইজরায়েলের হামলার পর বিশাল অগ্নিকাণ্ডে আকাশ আলোকিত হয়ে উঠেছে। ইজরায়েলের এই হামলা ইরানের তেল ও গ্যাস খাতকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি এবং ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করেছে।
advertisement
5/6
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বাসিন্দারা এর মূল্য চুকাবে—আর খুব শিগগিরই।
advertisement
6/6
সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। দূতাবাসের কর্মীদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Israel Iran News: এবার আর ইজরায়েল নয়, আমেরিকার 'বুকে' আঘাত করল ইরান! কী ঘটল জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি এবার শুরু হল বলে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল