Iran President Death: ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার কেন দুর্ঘটনার কবলে পড়ল? বাকি দুটি চপার ফিরেছে নিরাপদেই
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Irani President Ebrahim Raisi's Helicopter Crash Reason: রাজধানী তেহরানের প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে রাষ্ট্রপতির হেলিকপ্টার ক্র্যাশ করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে বাকি ২টি হেলিকপ্টার নিরাপদেই ফিরে এসেছে।
advertisement
1/7

রবিবার রাতে আজারবাইজান সীমান্তের কাছে একটি জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi) এবং বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের হেলিকপ্টার। ঘটনার ২৪ ঘণ্টা পর সোমবার তাঁদের মৃত বলে ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। Photo: AP
advertisement
2/7
রেড ক্রিসেন্ট নামের একটি সংস্থা ড্রোন থেকে দুর্ঘটনাস্থলের ছবি তোলে। সেই ফুটেজ দেখায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, খাড়া পাহাড়ের ঢালে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। নীল-সাদা লেজের বাইরে বাকি হেলিকপ্টারের কোনও অস্তিত্ব মেলেনি। Photo: AP
advertisement
3/7
রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মোট তিনটি হেলিকপ্টারের কনভয় নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে যাচ্ছিলেন। রাজধানী তেহরানের প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে রাষ্ট্রপতির হেলিকপ্টার ক্র্যাশ করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে বাকি ২টি হেলিকপ্টার নিরাপদেই ফিরে এসেছে। Photo: AP
advertisement
4/7
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বেল ২১২ হেলিকপ্টারে ছিলেন। ১৯৭৯ বিপ্লবের আগে ইরানের কাছে এই হেলিকপ্টার বিক্রি করেছিল আমেরিকা ৷ Photo: AP
advertisement
5/7
ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির টাইপ সার্টিফিকেশন ডকুমেন্ট অনুযায়ী, ক্রু-সহ ১৫ জন যাত্রী নিয়ে উড়তে পারে বেল ২১২। এতে অগ্নিনির্বাপক গিয়ার এবং ফেরি কার্গো স্থাপনের সুবিধা রয়েছে। সিএনএন-এর সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের মতে, এই হেলিকপ্টারের খুচরো যন্ত্রপাতি পেতে সমস্যা হয়। Photo: AP
advertisement
6/7
এটা “দুর্ঘটনার অন্যতম ফ্যাক্টর” হতে পারে। ইরানের অনেক সামরিক বিমানই ১৯৭৯ সালের। আল জাজিরার হিসেব অনুযায়ী, ১৯৭৯ থেকে এখনও পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২ হাজার ইরানি। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই কারণেই নতুন বিমান কিনতে পারে না আয়াতুল্লা খোমেইনির দেশ। Photo: AP
advertisement
7/7
Airfleets.net-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের এয়ারলাইন সংস্থা ইরান এয়ার এবং মাহান এয়ারের প্রায় সব বিমানেরই গড় বয়স ২০ বছরের বেশি। কিছু ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের হিসেব অনুযায়ী, ২০০০ সাল থেকে ২২টি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ইরান। ১৯১৯ সাল থেকে দেখলে ইরানে মোট ১৫২টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যা মিশরের চেয়ে অনেক বেশি। Photo: AP