TRENDING:

Iran Israel War: আফ্রিকার 'চে গেভারা', আমেরিকার নতুন যম! পুতিন বলছেন, নতুন বিশ্বনেতা! কে এই তরুণ তুর্কী জানেন! কী আছে তাঁর কাছে? ইরান-ইজরায়েল যুদ্ধে এই হতে পারে গেমচেঞ্জার

Last Updated:
Iran Israel War: পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সি ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন।
advertisement
1/23
আফ্রিকার 'চে গেভারা', আমেরিকার নতুন যম! পুতিন বলছেন, নতুন বিশ্বনেতা! কে এই তরুণ তুর্কী?
ইরান ইজরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা চালাবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো ইরানের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। আর সেই সূত্রেই বারবার উঠে আসছে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের নাম।
advertisement
2/23
পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সি ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। তার দেশসহ ওই অঞ্চলের বেশকিছু দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ এই সেনাশাসক।
advertisement
3/23
বিবিসি-র এক প্রতিবেদনে, আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম ট্রাওরের এই ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার সমর্থকরা তাকে ‘আফ্রিকার চে গেভারা’ নামে পরিচিত বুরকিনা ফাসোর মার্ক্সিস্ট বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন।
advertisement
4/23
আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিস্কস এর সিনিয়র গবেষক বেভারলি ওচিয়েং বলছেন, ট্রাওরের প্রভাব ব্যাপক। আমি কেনিয়ার রাজনীতিবিদ আর লেখকদের বলতে শুনেছি যে তারা বলছেন, আমরা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়েছি। অনেক আফ্রিকানই এখন আফ্রিকার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন।
advertisement
5/23
তাদের জিজ্ঞাসা, বিপুল মাত্রায় সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। আর আফ্রিকানদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রাওরের কার্যক্রমে।
advertisement
6/23
সেনা অভ্যুত্থানে ২০২২ সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রাওরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে। বুরকিনা ফাসোতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রাশিয়ার প্যারা মিলিটারি ব্রিগেড মোতায়েনের মত সিদ্ধান্তের মাধ্যমেই তা অনেকটা পরিষ্কার হয়।
advertisement
7/23
বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ বুরকিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রাওরের সেনা সরকার। গত এপ্রিল মাসে তারা ঘোষণা করেছে, বিদেশি মালিকানাধীন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
8/23
রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রাওরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বলছিলেন দক্ষিণ আফ্রিকার ইন্সটিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক এনোখ র্যান্ডি আইকিন্স। তিনি বলেনন, তাকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বললে খুব একটা ভুল বলা হবে না। সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ফলে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
advertisement
9/23
গবেষক বেভারলি ওচিয়েংয়ের মতে ট্রাওরে প্রথম আফ্রিকানদের কাছে জনপ্রিয়তা পান যখন ২০২৩ সালে রাশিয়া-আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন। সেসময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে, প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মত নাচা বন্ধ করুন।
advertisement
10/23
তার ওই বক্তব্য সেসময় রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রাওরেকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিছুদিন আগে নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া গিয়েছিলেন ট্রাওরে।
advertisement
11/23
সেখানে বৈঠক শেষে তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন যে তিনি সহ পার্শ্ববর্তী দেশ মালি ও নাইজারের সেনাশাসকরা মিলে সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর।
advertisement
12/23
তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারাবিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে বলছিলেন গবেষক মিজ ওচিয়েং। তার মতে, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা দাসত্বের প্রভাব যারা অভিজ্ঞতা করেছেন, তারা সবাই তার বার্তার অর্থ অনুভব করতে পারবেন।
advertisement
13/23
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবশ্য ট্রাওরের খুব একটা ভক্ত নন। ফরাসি প্রেসিডেন্ট ট্রাওরেকে ‘স্বঘোষিত আফ্রিকাপন্থি ও নব্য-সাম্রাজ্যবাদী’ জোটের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন তার এক বক্তব্যে। ২০২৩ সালে ওই বক্তব্যে তিনি চিন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন আফ্রিকার সাবেক ফরাসী কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার অভিযোগে।
advertisement
14/23
ট্রাওরে যদিও ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। বুরকিনা ফাসোতে গত ১০ বছর ধরে চলা ইসলামি বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম এখন পার্শ্ববর্তী শান্তিপূর্ণ দেশ বেনিনেও ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম ট্রাওরের জান্তা সরকার সরকারের সমালোচনাকারী বিরোধীদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছে।
advertisement
15/23
বিরোধী দল, মিডিয়া, জান্তা সরকারের সমালোচনাকারী চিকিৎসক, প্রশাসক সবাইকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠিয়ে শাস্তি দিয়ে থাকে জান্তা সরকার। তবে এসব সমালোচনা ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি।
advertisement
16/23
গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আফ্রিকা অঞ্চলের ডেপুটি ডিরেক্টর রিনাল্ডো ডেপানিয়ের মতে ট্রাওরে এতো জনপ্রিয়, কারণ তিনি তরুণদের দেশের তরুণ নেতা। বুরকিনা ফাসোর জনসংখ্যার বর্তমান গড় বয়স ১৭.৭ বছর। এছাড়া তিনি মিডিয়াকে বোঝেন, এবং তিনি অতীতের উদাহরণ ব্যবহার করে নিজেকে থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করছেন। আর তিনি রাজনীতির খেলাটা বোঝেন – যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি। এই খেলায় তিনি বেশ সুকৌশলী খেলোয়াড়।
advertisement
17/23
আফ্রিকার চে গেভারা হিসেবে খ্যাত থমাস সাঙ্কারা ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। সেসময় তিনি 'পিতৃভূমি অথবা মৃত্যু' স্লোগান দিয়ে সারাদেশে র্যালি করেছিলেন। চার বছর পর আরেকটি অভ্যুত্থানে তিনি নিহত হন এবং আবারো বুরকিনা ফাসো ফ্রান্সের রাজনৈতিক বলয়ের অধীনে ফিরে যায়। ২০২২ সালে ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা দখল করার আগ পর্যন্ত ওই বলয়ের অধীনেই ছিল বুরাকিনা ফাসো।
advertisement
18/23
অনেক বিশেষজ্ঞের মতে, ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা বৃদ্ধি আফ্রিকা মহাদেশের রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ঘানার নিরাপত্তা বিশ্লেষক কুয়েসি আনিংয়ের মতে, আফ্রিকার অনেক দেশের নেতাদের সঙ্গে ইব্রাহিম ট্রাওরের চিন্তাধারার পার্থক্য তার জনপ্রিয়তার আরো একটি অন্যতম কারণ। আফ্রিকার অনেক দেশের বর্ষীয়ান শীর্ষ নেতাই বহু বছর ধরে নির্বাচন কারচুপি করে ক্ষমতা আঁকড়ে রয়েছেন। ট্রাওরে স্টাইলিশ ও আত্মবিশ্বাসী, তার হাসি স্মিত আর তিনি বাকপটু। তিনি অত্যন্ত ভালো বক্তাও, এবং নিজেকে তিনি জনগণের কাছের মানুষ হিসেবে তুলে ধরতে ভালোবাসেন।
advertisement
19/23
ট্রাওরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুরকিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে বুরকিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও ২০২৩ এর তুলনায় ২০২৪ এ চরম দারিদ্র্য প্রায় দুই শতাংশ কমেছে।
advertisement
20/23
এছাড়া জান্তা সরকার ঘরোয়া রাজস্ব আদায়, শিক্ষায় ব্যয়বৃদ্ধি, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে এপ্রিলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের এসব ইতিবাচক রিপোর্ট সত্ত্বেও যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সঙ্গে বুরকিনা ফাসোর সম্পর্ক খুব একটা ভালো নেই। ইউএস-আফ্রিকা কমান্ডের জেনারেল মাইকেল ল্যাংলি সম্প্রতি তার এক বক্তব্যে মন্তব্য করেন যে ট্রাওরে তার দেশের স্বর্ণের মজুদ দেশের উন্নয়নের চেয়ে জান্তা সরকারের উন্নয়নে ব্যবহার করছেন। জেনারেল ল্যাংলির এই মন্তব্য ট্রাওরের সমর্থকদের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছিল।
advertisement
21/23
জান্তা সরকার কিছুদিন পরেই জানায় যে তারা একটি অভ্যুত্থানের পরিকল্পনা নস্যাৎ করেছে, যেটি পার্শ্ববর্তী দেশ আইভরি কোস্ট থেকে পরিকল্পনা করা হয়েছিল। জেনারেল ল্যাংলি সেসময় আইভরি কোস্ট পরিদর্শন করছিলেন। এর কিছুদিন পরেই জান্তা সরকার বুরকিনা ফাসোর রাজধানীতে বিশাল এক র্যালি আয়োজন করে। ইব্রাহিম ট্রাওরে এই র্যালির পর তার সোশ্যাল মিডিয়ায় ফরাসী ও ইংরেজিতে পোস্ট করে তার সমর্থকদের ধন্যবাদ জানায় ও নতুন বুরকিনা ফাসো ও আফ্রিকা প্রতিষ্ঠায় তার পাশে থাকার অনুরোধ করেন।
advertisement
22/23
তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে, তা জানা অসম্ভব হলেও তার সঙ্গে মালি ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন। আফ্রিকার আরো কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
advertisement
23/23
গবেষক আইকিন্সের মতে, আফ্রিকার অনেক দেশের সেনাশাসক ও একনায়কদের মত ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না করে ও বিরোধীদের দমনের নীতি না নিয়ে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে ইব্রাহিম ট্রাওরে হয়তো আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Israel War: আফ্রিকার 'চে গেভারা', আমেরিকার নতুন যম! পুতিন বলছেন, নতুন বিশ্বনেতা! কে এই তরুণ তুর্কী জানেন! কী আছে তাঁর কাছে? ইরান-ইজরায়েল যুদ্ধে এই হতে পারে গেমচেঞ্জার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল