TRENDING:

Indo-China Relation: চিনের জন্য দরজা খুলে দিল ভারত...গালওয়ান কাণ্ডের পরেও সিদ্ধান্ত! পাঁচ বছরে প্রথম পদক্ষেপ

Last Updated:
ভারতের অনেক পর্যটন ও ব্যবসায়িক সংগঠন দীর্ঘদিন ধরে এই ভিসা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল৷ কারণ, চিন থেকে আসা পর্যটকদের সংখ্যা বেশি এবং তাতে লাভও ভালই হয়। এর ফলে পর্যটন খাত লাভবান হবে। তবে কিছু বৈদেশিক সম্পর্কের বিশেষজ্ঞরা অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
advertisement
1/6
চিনের জন্য দরজা খুলে দিল ভারত...গালওয়ান কাণ্ডের পরেও সিদ্ধান্ত! পাঁচ বছরে প্রথম পদক্ষেপ
সাম্প্রতিক অতীতে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক যে খুব একটা সুখকর অবস্থায় নেই একথা প্রায় প্রতিটা ভারতীয়ই জানে৷ ২০২০ সালের ১৫ জুনের পর থেকে আরও তিক্ত হয়েছে পরিস্থিতি৷ এর মধ্যে ভারতের পড়শি দেশ পাকিস্তান এবং বাংলাদেশকেও নানা ভাবে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে গিয়েছে চিন৷ যদিও সবটাই হয়েছে গোপনে গোপনে, চোখের আড়ালে৷ পরে হয়েছে ফাঁস৷
advertisement
2/6
এমন পরিস্থিতিতে চিনের প্রতি হঠাৎ সদয় আচরণ করল ভারত৷ এমন কাজ যা এই ৫ বছর ধরে ছিল বন্ধ, ফের হল চালু৷
advertisement
3/6
পাঁচ বছর পরে বড় পদক্ষেপ নিয়ে আবারও চিনা পর্যটকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই প্রক্রিয়া ২৪ জুলাই থেকে শুরু হবে। কোভিড মহামারি এবং লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পরে ভারত চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা নিষিদ্ধ করেছিল ২০২০ সালে।
advertisement
4/6
অতিমারির পরে এখন যেহেতু পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং বিশ্বব্যাপী পর্যটন বাড়ছে, ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্কেরও উন্নতি হয়েছে, তাই ৫ বছর পরে চিনা নাগরিকদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা অর্থাৎ, পর্যটন ভিসায় সায় দিল ভারত। চিনও এই সিদ্ধান্তের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। চিনের বিদেশ মন্ত্রক ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটা একটা ভাল পদক্ষেপ৷ এটি দুই দেশের মধ্যে ভ্রমণ এবং পারস্পরিক সম্পর্ককে উন্নত করবে।
advertisement
5/6
ভারতের অনেক পর্যটন ও ব্যবসায়িক সংগঠন দীর্ঘদিন ধরে এই ভিসা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল৷ কারণ, চিন থেকে আসা পর্যটকদের সংখ্যা বেশি এবং তাতে লাভও ভালই হয়। এর ফলে পর্যটন খাত লাভবান হবে। তবে কিছু বৈদেশিক সম্পর্কের বিশেষজ্ঞরা অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
advertisement
6/6
তাঁদের মতে, যখন সীমান্ত বিরোধ পুরোপুরি শেষ হয়নি সেই কারণে কূটনৈতিক সতর্কতা অবলম্বন করতেই হবে ভারতকে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Indo-China Relation: চিনের জন্য দরজা খুলে দিল ভারত...গালওয়ান কাণ্ডের পরেও সিদ্ধান্ত! পাঁচ বছরে প্রথম পদক্ষেপ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল