TRENDING:

India Bangladesh Relations: ভারতকে এবার চরম হুমকি বাংলাদেশ নেতার! সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার! জানুন বিস্তারিত

Last Updated:
India Bangladesh Relations: অশান্ত বাংলাদেশে ক্রমশ বাড়ছে ভারত বিরোধী মনোভাবও। আক্রমণের মাত্রাও সীমা ছাড়াচ্ছে। ভারতকে এবার চরম হুমকি বাংলাদেশের নেতার।
advertisement
1/7
ভারতকে এবার চরম হুমকি বাংলাদেশ নেতার! সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার! জানুন বিশদে
অশান্ত বাংলাদেশ। প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও অত্যাচার বাড়ছে বলে অভিযোগ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে সরব হয়েছে ভারতও।
advertisement
2/7
অশান্ত বাংলাদেশে ক্রমশ বাড়ছে ভারত বিরোধী মনোভাবও। আক্রমণের মাত্রাও সীমা ছাড়াচ্ছে। ৪ দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারীও দিয়ছেন বাংলাদেশের সেনা কর্তা। এমনকী ভারতের মানচিত্র বদলেও দেওয়ার হুঙ্কারও এসেছে।
advertisement
3/7
এই পরিস্থিতিতে ভারত বিরোধী সুর আরও একধাপ চড়ালেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। অশান্ত বাংলাদেশে এবার যুদ্ধ-জিগির তুললেন তিনি। এমন হুঙ্কার দিলেন তা পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিতে পারে।
advertisement
4/7
রুহুল কবীর রিজভি বলেন,"যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাব সিরাজ উদ দৌলা এলাকা। ন্যায্য অধিকার।"
advertisement
5/7
বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি হুঙ্কারের সুরে আরও বলেন,"ভারত হিন্দুত্বের জিগির তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। তা সফল হবে না। সফল হতে দেব না।"
advertisement
6/7
প্রসঙ্গত, এর ঢাকায় ভারতবিরোধী মিছিল থেকে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা হুমকি দেন, '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না'।
advertisement
7/7
এই আবহে সোমবার ঢাকায় ভারত-বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। হাসিনা সরকার পতনের পর এই প্রথম এই পর্যায়ের বৈঠক। এই বৈঠক থেকে কী তথ্য আসে সেদিকেই নজর সকলের।
বাংলা খবর/ছবি/বিদেশ/
India Bangladesh Relations: ভারতকে এবার চরম হুমকি বাংলাদেশ নেতার! সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল