TRENDING:

India Bangladesh Relations: ভারতের বদনাম করে এ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের ইউনূস, পাত্তাই দিলেন না

Last Updated:
India Bangladesh Relations: সদ্য বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে গিয়ে নাম না করে একাধিক বিষয় নিয়ে ভারতকে খোঁচা দেন। তারপর সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও রাজি হননি।
advertisement
1/5
ভারতের বদনাম করে এ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইউনূস, পাত্তাই দিল না
সদ্য বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে গিয়ে নাম না করে একাধিক বিষয় নিয়ে ভারতকে খোঁচা দেন। সেই সঙ্গে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন।
advertisement
2/5
তবে বিদেশ সফরে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বার বৈঠকের চেষ্টা করেও সুযোগ পাননি। ঘটনাটি ঘটেছে ইউনূসের ব্রিটেন সফর নিয়ে।
advertisement
3/5
ব্রিটেনে গিয়ে শেখ হাসিনাকে ভারতে রাখা নিয়ে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তখন আমি বলেছিলাম আপনি তাঁকে (শেখ হাসিনা) ওখানে থাকতে দিয়েছেন। আমি তো আপনাকে নীতি পরিবর্তন করতে বাধ্য করতে পারি না, তবে উনি যাতে বাংলাদেশের মানুষের সঙ্গে আর যোগাযোগ না করেন সেটা নিশ্চিত করুন। কেন আমাদের দেশে উনি উত্তেজনা তৈরি করছেন। মোদি বলেন, ‘সমাজমাধ্যমে এসব হচ্ছে। সমাজমাধ্যমকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না’। আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, আর আপনি সমাজমাধ্যমে বলে এড়িয়ে যেতে পারেন না”।
advertisement
4/5
এরপরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলে ইউনূস। সেই বৈঠকেই নাকি রাজি হননি স্টার্মার।
advertisement
5/5
স্টার্মারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইউনূস জানান, তাঁর সঙ্গে ইউনূসের কোনও কথা হয়নি, কিন্তু তিনি নিশ্চিত স্টার্মার বাংলাদেশের পাশে থাকবেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
India Bangladesh Relations: ভারতের বদনাম করে এ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের ইউনূস, পাত্তাই দিলেন না
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল