TRENDING:

Hong Kong Plane Crash: ভয়াবহ ঘটনা ! রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান, মৃত ২

Last Updated:
Two dead after cargo plane skids off Hong Kong runway: ভয়ঙ্কর ! সোমবার ভোরে হংকং বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল একটি কার্গো বিমান। ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
advertisement
1/6
ভয়াবহ ঘটনা ! রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান, মৃত ২
সোমবার সকাল সকালই ভয়াবহ দুর্ঘটনা হং কং বিমানবন্দরে ! ল্যান্ড করার সময়ে রানওয়ে থেকে পিছলে গেল একটি কার্গো বিমান। সোজা গিয়ে পড়ল পাশের সমুদ্রে! হং কং বিমানবন্দরে এদিন এই ভয়াবহ দৃশ্য দেখে প্রত্যেকেই চমকে ওঠেন ৷ আপাতত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ (Photo: AP)
advertisement
2/6
সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৩টে ৫০ মিনিটে অবতরণের কথা ছিল দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের (Emirates flight EK9788, a Boeing 747-481 owned by Turkish cargo airline Air ACT) কার্গো বিমানটির। ভিতরে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। (Photo: AP)
advertisement
3/6
বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ভোরে আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল। বিমানটি সঠিক ভাবে অবতরণ করতে পারেনি। রানওয়েতে পিছলে যাওয়ায় বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। গাড়িটি নিয়েই বিমান সমুদ্রে পড়ে। গাড়িতে থাকা দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। (Photo: AP)
advertisement
4/6
দুর্ঘটনার পর বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে এশিয়ার অন্যতম ব্যস্ততম হংকং বিমানবন্দরের উত্তর রানওয়ে, যেখানে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ওই বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে থেকে বিমান ওঠানামা চালু রয়েছে ৷ (Photo: AP)
advertisement
5/6
হংকং পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত এক জন বিমানবন্দরের কর্মী ছিলেন। অন্য জনের পরিচয় জানার চেষ্টা চলছে। (Photo: AP)
advertisement
6/6
এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে বিবিসি-কে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত EK9788 বিমানটিতে কোনও পণ্য ছিল না। বিমানকর্মী যাঁরা ছিলেন, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। কারও বড় কোনও আঘাত লাগেনি। (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Hong Kong Plane Crash: ভয়াবহ ঘটনা ! রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান, মৃত ২
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল