Earthquake Today: রাস্তা ভেঙে ঢুকেছে পাতালে, বহুতলে চওড়া চওড়া ফাটল! ফিলিপাইনসের শক্তিশালী ভূমিকম্পের হাড়হিম ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Earthquake News Today: ৫.৪ এবং ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের মধ্যাঞ্চলে। ৪৫ আফটারশক রেকর্ড করা হয়েছে, তবে কোনও প্রাণহানির খবর মেলেনি। পুলিশ প্রধান বার্নি ক্যাপিগ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।
advertisement
1/5

*প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের মধ্যাঞ্চল। বৃহস্পতিবার পর পর দু'বার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫.৪ ও ৫.৯ ম্যাগনিটিউড। ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) এই ভূমিকম্প সম্পর্কে ইতিমধ্যেই বুলেটিন জারি করেছে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লেইতে প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি প্রায় ৪৫টি কম্পন রেকর্ড করেছে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*শহরটির প্রধান বার্নি কাটিগ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভূমিকম্পটি 'খুবই শক্তিশালী' এবং এতে দেশের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং আফটারশকের বিষয়ে সতর্ক করেছে। শহরের পুলিশ প্রধান মেজর বার্নি ক্যাপিগ বলেন, ভূমিকম্পটি স্বল্প সময়ের হলেও শক্তিশালী ছিল। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*জানা গেছে, ভূমিকম্পের কারণে ফিলিপাইনের রাস্তাঘাট ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে সমুদ্রে উঁচু ঢেউও উঠতে শুরু করে। তা দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় ফাটলের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*পুলিশ প্রধান বার্নি ক্যাপিগ বলেছেন, "ভূমিকম্পটি স্বল্প সময়ের হলেও শক্তিশালী ছিল। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। যা প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার'-এ অবস্থিত। আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প এখানে ঘন ঘন ঘটে।" সংগৃহীত ছবি।