TRENDING:

Viral News: ৮টা জ্যান্ত ব্যাঙ...সোজা খেয়ে ফেললেন! ৮২ বছরের মহিলার ভয়ঙ্কর কাণ্ড, কেন এই ঘটনা ঘটালেন? কারণ আজব

Last Updated:
পূর্ব চিনের ঝেজিয়াঙ প্রদেশের বাসিন্দা ঝ্যাঙ৷ বর্তমানে হাঙঝাউ হাসপাতালে ভর্তি৷ ভয়ঙ্কর পেটের যন্ত্রণা নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ তৎক্ষণাৎই ভর্তি করে নেওয়া হয় তাঁকে৷
advertisement
1/7
৮টা জ্যান্ত ব্যাঙ...সোজা খেয়ে ফেললেন! ৮২ বছরের মহিলার ভয়ঙ্কর কাণ্ড, কেন ঘটালেন এই ঘটনা?
চিন: কোমরের অসহ্য যন্ত্রণা৷ অনেক দিন ধরেই ভোগাচ্ছিল৷ মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল৷ আর সহ্য হচ্ছিল না৷ শান্তি পেতে অদ্ভুত এক উপায় বেছে নিয়েছিলেন চিনের ৮২ বছরের এক বৃদ্ধ মহিলা৷
advertisement
2/7
পূর্ব চিনের ঝেজিয়াঙ প্রদেশের বাসিন্দা ঝ্যাঙ৷ বর্তমানে হাঙঝাউ হাসপাতালে ভর্তি৷ ভয়ঙ্কর পেটের যন্ত্রণা নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ তৎক্ষণাৎই ভর্তি করে নেওয়া হয় তাঁকে৷
advertisement
3/7
স্থানীয় লোকজ প্রবাদ মেনে ৮টা জ্যান্ত ব্যাঙ খেয়ে নিয়েছিলেন তিনি৷ তাঁর ছেলে চিকিৎসকদের জানান, ‘‘আমার মা ৮টা জ্যান্ত ব্যাঙ খেয়ে ফেলেছে৷ এখন পেটে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে যে হাঁটতে পারছে না৷’’
advertisement
4/7
ঝাঙ কিছুদিন ধরে হার্নিয়েটেড ডিস্কের যন্ত্রণায় কাবু হয়ে গিয়েছিলেন৷ লোকজ মতে অনেকেই বিশ্বাস করেন যে, জীবন্ত ব্যাঙ খেলে ব্যথা নিরশন হয়৷ সেটা ভেবেই কোনও রকমের কারণ ব্যাখ্যা না করেই তাঁর পরিবারকে তাঁকে ব্যাঙ ধরে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি৷
advertisement
5/7
তার পরিবার ব্যাঙগুলো ধরার পর, ঝাঙ প্রথম দিনে তিনটি এবং পরের দিন পাঁচটি ব্যাঙ গিলে ফেলে, সবগুলোই একজন প্রাপ্তবয়স্কের হাতের তালুর আকারের চেয়ে ছোট।
advertisement
6/7
প্রথমে, ঝাঙ হালকা অস্বস্তি অনুভব করেছিলেন৷ কিন্তু পরে ব্যথা আরও বাড়ে৷ অবস্থার অবনতি হওয়ায় শেষে পরিবারের কাছে কুকীর্তি ফাঁস করেন তিনি৷
advertisement
7/7
চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, ব্যাঙ খাওয়ায় ঝাঙের পৌষ্টিক তন্ত্রের সর্বত্র ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল৷ টানা ২ সপ্তাহ চিকিৎসা চলার পরে অবশেষে ঝাঙকে ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Viral News: ৮টা জ্যান্ত ব্যাঙ...সোজা খেয়ে ফেললেন! ৮২ বছরের মহিলার ভয়ঙ্কর কাণ্ড, কেন এই ঘটনা ঘটালেন? কারণ আজব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল