TRENDING:

Donald Trump: ‘চিন ওদের গিলে খাবে,’ এবার কানাডাকে শাসানি ট্রাম্পের! গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোমে...চরম টানাপড়েন

Last Updated:
এই সফরে কানাডার কিছু কৃষি রফতানির উপর শুল্ক কমানো এবং কানাডায় প্রবেশকারী চিনা বৈদ্যুতিক যানবাহনের জন্য কোটা নির্ধারণের বিষয়ে চুক্তি হয়। এই প্রচার সম্পর্কে জানতে চাইলে, ট্রাম্প অনুমোদনের ইঙ্গিত দিয়ে বলেন: "এটা ঠিক আছে। এখন এটাই ওর করা উচিত।"
advertisement
1/6
‘চিন ওদের গিলে খাবে,’ এবার কানাডাকে শাসানি! গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম...চরম টানাপড়েন
গ্রিনল্যান্ডে তাদের নিজস্ব ‘গোল্ডেন ডোম’ মিসাইল সুরক্ষাব্যবস্থা তৈরি করতে চাইছে আমেরিকা৷ ভিনদেশের মাটিতে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম ইনস্টলেশনের পিছনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অজুহাত দেশের সুরক্ষা৷ বকলমে অবশ্য গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তাঁর৷ ট্রাম্পের যে ‘ইচ্ছা’ ঘিরে তাঁর সঙ্গে একদা ইউরোপীয় ‘বন্ধু’ রাষ্ট্রগুলির কাছ থেকেও বিরোধিতা আসছে৷
advertisement
2/6
গ্রিনল্যান্ডে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম ‘গোল্ডেন ডোম’ স্থাপনের ট্রাম্প-প্রস্তাবনার তীব্র বিরোধিতা করেছে আমেরিকার পড়শি রাষ্ট্র কানাডা৷ শুক্রবার তাদের সেই বিরোধিতার প্রেক্ষিতেই জবাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট৷
advertisement
3/6
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ স্থাপিত হলে তা কানাডার নিরাপত্তার জন্যেও ভাল৷ তা-ও কানাডা এই প্রকল্পের বিরোধিতা করছে৷
advertisement
4/6
ট্রাম্প লেখেন, ‘‘গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা, অথচ এতে ওরাও নিরাপত্তা পাবে৷’’ তারপরেই মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘বদলে, ওরা চিনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিচ্ছে৷ যারা ওদের প্রথম বছরেই গিলে খেয়ে নেবে৷’’
advertisement
5/6
প্রসঙ্গত, সম্প্রতি বেজিং সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি৷ চিনের সঙ্গে পুরনো বাণিজ্য-সম্পর্ক ফের স্থাপন করাই এই সফরের উদ্দেশ্য ছিল৷ আমেরিকার পরে চিনই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য বাজার৷
advertisement
6/6
এই সফরে কানাডার কিছু কৃষি রফতানির উপর শুল্ক কমানো এবং কানাডায় প্রবেশকারী চিনা বৈদ্যুতিক যানবাহনের জন্য কোটা নির্ধারণের বিষয়ে চুক্তি হয়। এই প্রচার সম্পর্কে জানতে চাইলে, ট্রাম্প অনুমোদনের ইঙ্গিত দিয়ে বলেন: "এটা ঠিক আছে। এখন এটাই ওর করা উচিত।"
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump: ‘চিন ওদের গিলে খাবে,’ এবার কানাডাকে শাসানি ট্রাম্পের! গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোমে...চরম টানাপড়েন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল