Pakistan China Vs India: পাকিস্তান-চিনের চাল বানচাল...বালোচিস্তানকে টেনে এনে কষতে চাইছিল অন্য অঙ্ক, ভেস্তে দিলেন রাজনাথ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর সংক্রান্ত সমস্ত স্যাটেলাইট সংক্রান্ত তথ্যই দেওয়া হয়েছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে৷ সেখানে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে রাষ্ট্রীয় মদত দেওয়ার প্রমাণও দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
1/8

আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহস্পতিবার বড় পদক্ষেপ করল ভারত৷ আরও একবার নিজের জায়গা বুঝিয়ে দিল চিন আর পাকিস্তানকে৷ ভেস্তে দিল ওদের অভিসন্ধি৷ কূটকৌশলীদের মতে, ভারতের এই পদক্ষেপে বানচাল হয়েছে পাকিস্তান ও চিনের বড় পরিকল্পনা৷ ঠিক কী ঘটেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর কুইংডাওর সম্মেলনে জানেন?
advertisement
2/8
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিনের কুইংডাওতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিয়েছিলেন৷ সেখানে বৈঠক শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে স্বাক্ষর করার কথা ছিল সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের৷ কিন্তু, সেই যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছেন রাজনাথ সিং৷ এই ঘটনা উপ মহাদেশীয় ভূ-রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে৷ জানেন কেন স্বাক্ষর করতে অস্বীকার করেছেন রাজনাথ? কোন চাল চেলেছিল চিন?
advertisement
3/8
রাজনাথ সিং এই যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছেন কারণ, সেখানে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কোনও উল্লেখ ছিল না৷ শুধু তাই নয়, পহেলগাঁওয়ের হামলার উল্লেখ তো সেখানে ছিলই না, উপরন্তু, ওই বিবৃতিতে বালোচিস্তানের কথা উল্লেখ করা হয়েছে৷ এটা কেন করা হয়েছিল জানেন? বিরাট স্বার্থ জড়িয়ে রয়েছে চিনের৷
advertisement
4/8
আসলে বালোচিস্তানে ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে চিন পাকিস্তান ইকনমিক করিডর তৈরি করছে চিন ও পাকিস্তান৷ তাই বালোচিস্তানকে কনফ্লিক্ট জোন হিসাবে বেশি করে আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরে চাইছে ওই দুই দেশ৷ সেই কারণে বালোচিস্তানে উইঘুরদের জুলুমবাজি ও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিমুখী আচরণ করছে চিন৷
advertisement
5/8
অভিযোগ করা হয়েছে, বালোচিস্তানে ভারত নীরবে অস্থিরতা সৃষ্টি করছে। ভারতীয় কূটনীতিকরা বলছেন, পাকিস্তানের নির্দেশেই যৌথ বিবৃতি থেকে পহেলগাঁওকে বাদ দেওয়া হয়েছে৷ কারণ, পাকিস্তানের ‘চির সখা’ চিন বর্তমানে এসসিওর সভাপতিত্বের দায়িত্বে রয়েছে।
advertisement
6/8
শীর্ষ গোয়েন্দা সূত্রের মতে, চিন ও পাকিস্তান যৌথ ভাবে এসসিও-কে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে ভারতের অপারেশন সিঁদুরকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা করেছে৷ মাঝখান থেকে বালোচিস্তানকে এনে জঙ্গি হামলার সংজ্ঞাই বদলে দিতে চাইছে তারা৷
advertisement
7/8
গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর সংক্রান্ত সমস্ত স্যাটেলাইট সংক্রান্ত তথ্যই দেওয়া হয়েছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে৷ সেখানে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে রাষ্ট্রীয় মদত দেওয়ার প্রমাণও দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
8/8
গোয়েন্দা সূত্র বলছে, গোটা আন্তর্জাতিক মহলের নজর ভারতের পহেলগাঁও থেকে সরিয়ে বালোচিস্তানে এনে পাকিস্তানকে ‘ভিক্টিম’ হিসাবে প্রজেক্ট করতে চাইছে৷ জানা গিয়েছে, এই সম্মেলনে চিন ক্রমাগত পাকিস্তানকে ভারতের জবাব দেওয়ার অধিকার ও সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে সাইডলাইন করার চেষ্টা করেছে৷ প্রমাণ পেশ করা সত্ত্বেও৷ প্রসঙ্গত, এই SCO গোষ্ঠীর অংশ হল ভারত, চিন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, ইরান ও বেলারুশ৷