TRENDING:

Cancer Vaccine: ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল 'এন্টেরোমিক্স' টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?

Last Updated:
Cancer Vaccine: প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি ‘এন্টেরোমিক্স’ টিকা ক্যানসারের ঝুঁকি কমাতে পারবে। টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি ১০০ শতাংশ সফল হয়েছে।
advertisement
1/10
ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল টিকা! জানুন
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এবার বিরাট দাবি করল রাশিয়া। বেশ কয়েক বছর ধরে একাধিকবার ক্যানসারের প্রতিষেধক টিকা তৈরির কাজে সাফল্যের দাবি করেছে পুতিনের দেশ। এবার এল আরও বড় খবর।
advertisement
2/10
ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেছে। গোটা বিশ্ব জুড়ে ক্যানসার এখন ভয়াবহ আকার নিয়েছে। ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন অনেকেই।
advertisement
3/10
FMBD প্রধান ভেরোনিকা স্কভোসোভা বলেন যে, রাশিয়ান 'এন্টেরোমিক্স' ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এই mRNA-ভিত্তিক ভ্যাকসিনটি তার সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করে সমস্ত প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যানসার অর্থাৎ কোলন ক্যানসার।
advertisement
4/10
বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমবে একটি মাত্র টিকায়। ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছে রাশিয়া। হাতে গোনা কয়েক জন মানুষের শরীরেও টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ চলেছে।
advertisement
5/10
প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি ‘এন্টেরোমিক্স’ টিকা ক্যানসারের ঝুঁকি কমাতে পারবে। টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি ১০০ শতাংশ সফল হয়েছে।
advertisement
6/10
টিকা তৈরি ও তার পরীক্ষামূলক প্রয়োগের অনেকগুলি ধাপ থাকে। প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে পশুর শরীরে পরীক্ষা চলে। তার পর তিন ধাপে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা হয়।
advertisement
7/10
রাশিয়ার তৈরি টিকাটি এখন প্রাথমিক ধাপেই রয়েছে বলে জানা গিয়েছে। ৪৮ জনের শরীরে টিকাটি প্রয়োগ করা হয়েছে। তাতে পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য হয়েছে বলেই দাবি।
advertisement
8/10
চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া। গবেষণাগারে ভাইরাসের নমুনাগুলিকে বিশুদ্ধ করে তা দিয়ে টিকা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।
advertisement
9/10
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকি কমাতে পারবে। তা ছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে।
advertisement
10/10
রাশিয়ার দাবি, তাদের তৈরি প্রতিষেধক ইমিউনোসাইটকে বেশি মাত্রায় এবং দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। ফলে ক্যানসার কোষ আর তৈরিই হবে না। যদিও রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা নিয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। টিকাটির আরও কয়েক পর্যায়ের ট্রায়ালের ফলের জন্যই অপেক্ষা চলছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Cancer Vaccine: ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল 'এন্টেরোমিক্স' টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল