TRENDING:

ধর্ষণের সময় ১৮ বছরের মেয়ে দেখিয়েছিল অসম্ভব সাহস! কামড়ে ছিঁড়েছিল ধর্ষকের ১.৬ সেমি লম্বা জিভ, তার পর কী হল?

Last Updated:
Girl Bites Tongue Of The Attacker: আজকের এই কাহিনি এক সাহসিনী তরুণীর, যিনি নিজের ধর্ষণের সময় দোষীর ভয়ঙ্কর শাস্তি নিশ্চিত করতে নিজের দাঁত দিয়ে ছেলেটির জিভ ছিঁড়ে দিয়েছিলেন। ফলত, দোষী আজীবনের জন্য শিক্ষা পেয়েছে—তার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে।
advertisement
1/10
ধর্ষণের সময় ১৮ বছরের মেয়ে দেখিয়েছিল সাহস! কামড়ে ছিঁড়েছিল ধর্ষকের জিভ, কী হল তার পর?
নারী নির্যাতন তথা ধর্ষণ এই পৃথিবীর অন্যতম জঘন্য অপরাধ। একজন ধর্ষিত নারীর জীবন একপ্রকার জীবন্ত মৃতদেহের মতো হয়ে পড়ে—সে জীবনে আর কোনও আনন্দ অবশিষ্ট থাকে না। তবে আজকের এই কাহিনি এক সাহসিনী তরুণীর, যিনি নিজের ধর্ষণের সময় দোষীর ভয়ঙ্কর শাস্তি নিশ্চিত করতে নিজের দাঁত দিয়ে ছেলেটির জিভ ছিঁড়ে দিয়েছিলেন। ফলত, দোষী আজীবনের জন্য শিক্ষা পেয়েছে—তার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে। (Representative Image : Generated by AI) 
advertisement
2/10
ঘটনাটি যদিও আমাদের দেশের নয়, এটি দক্ষিণ কোরিয়ার। আজ থেকে প্রায় ৬০ বছর আগে এই ঘটনা ঘটেছিল। বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম উন্নত দেশ হলেও তখন দেশটির সমাজ ছিল চূড়ান্ত পুরুষতান্ত্রিক। (Representative Image : Generated by AI) 
advertisement
3/10
একটি প্রচলিত প্রবাদ ছিল—"নারী ও শুকনো সামুদ্রিক মাছকে প্রতি তিনদিন অন্তর পেটানো উচিত, তবেই তার স্বাদ বাড়ে।" এই প্রবাদের মাধ্যমেই বোঝা যায় সেসময়ে নারীদের কী অবস্থান ছিল সমাজে। তবে গত ৬০ বছরে দেশটি অনেকটাই বদলেছে। (Representative Image : Generated by AI) 
advertisement
4/10
CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০-এর দশকে এই ঘটনা ঘটে। তখন ছোই মালজা নামের মেয়েটির বয়স ছিল মাত্র ১৮ বছর। সেই সময় কোরিয়ায় নারীদের বিরুদ্ধে হিংসা ও নিপীড়ন ছিল নৈমিত্তিক ঘটনা। (Representative Image : Generated by AI) 
advertisement
5/10
 একদিন এক তরুণ ছোই-কে ধর্ষণ করে। ধর্ষণের সময় ছোই এতটাই আতঙ্কিত ও ক্রুদ্ধ হয়ে পড়ে যে, ছেলেটির পুরুষাঙ্গের একাংশ, অর্থাৎ ১.৬ সেমি অংশ কামড়ে ছিঁড়ে নেয়। (Representative Image : Generated by AI) 
advertisement
6/10
তবে দুর্ভাগ্যের বিষয় হল, সেই সময় কোরিয়ার আইন নারীবান্ধব ছিল না। আদালত ছোই-কে অপরাধী সাব্যস্ত করে এবং তাঁকে ১০ মাসের কারাদণ্ড দেয়। ছেলেটি আদালতে অভিযোগ করে যে, ছোই নাকি তার উপর নির্মম আক্রমণ করেছে। অথচ আদালত ধর্ষণের চেষ্টার বিষয়টি গুরুত্বই দেয়নি। (Representative Image : Generated by AI) 
advertisement
7/10
আজ ছোই মালজার বয়স ৭৮। তিনি এখনও সেই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। বহু বছর ধরে বুসান আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছিল। অবশেষে তিনি কোরিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মামলাটি পুনর্বিবেচনার জন্য বুসানের নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে। এবার নতুন করে সমস্ত প্রমাণ সংগ্রহ করা হবে। (Representative Image : Generated by AI) 
advertisement
8/10
দক্ষিণ কোরিয়ার জন্য তাৎপর্যপূর্ণ রায় আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলা কোরিয়ায় নারী অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। ছোই নিজেও জানিয়েছেন, “আদালতের একটা ভুল সিদ্ধান্ত একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে—তাঁরা যেন সেটা বুঝতে শিখে। সেই রায় বদলানো হোক, এবং তার দায়ভারও আদালতের নেওয়া উচিত।” (Representative Image : Generated by AI) 
advertisement
9/10
প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৪ সালের এক সন্ধ্যায় ছোই-কে এক তরুণ পথ জিজ্ঞাসা করে। ছোই তাকে রাস্তা দেখানোর জন্য কয়েক কদম হাঁটে। এরপর যখন সে ফিরে আসছিল, তখন ছেলেটি তাকে পেছন থেকে জাপটে ধরে। ছোই মাটিতে পড়ে যায়, এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারায়। ছেলেটি তার মুখে জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর চেষ্টা করে। আতঙ্কে ছোই কিছু ভাবতে না পেরে ছেলেটির পুরুষাঙ্গ কামড়ে দেয়। (Representative Image : Generated by AI) 
advertisement
10/10
এই ঘটনা এখন আবার আলোচনার কেন্দ্রে এসেছে, কারণ একজন নির্যাতিতা নারীর দীর্ঘ আইনি লড়াই হয়তো অবশেষে সুবিচারের দ্বার খুলতে চলেছে। (Representative Image : Generated by AI) 
বাংলা খবর/ছবি/বিদেশ/
ধর্ষণের সময় ১৮ বছরের মেয়ে দেখিয়েছিল অসম্ভব সাহস! কামড়ে ছিঁড়েছিল ধর্ষকের ১.৬ সেমি লম্বা জিভ, তার পর কী হল?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল