TRENDING:

Sheikh Hasina Inaugurated Padma Setu: "শুধু সেতু নয়, বাংলাদেশের স্পর্ধা": পদ্মা সেতু উদবোধনে আবেগাপ্লুত শেখ হাসিনা!

Last Updated:
Padma Setu: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জানান, পদ্মা সেতু কেবল সেতু নয়। এর ৪২টি স্তম্ভ “স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি”।
advertisement
1/6
"শুধু সেতু নয়, বাংলাদেশের স্পর্ধা": পদ্মা সেতু উদবোধনে আবেগাপ্লুত শেখ হাসিনা!
২৬ জুন, শনিবার দুপুর ১২টায় মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
advertisement
2/6
উদ্বোধনের পর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। পথে গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর মহড়াও দেখেন প্রধানমন্ত্রী।
advertisement
3/6
আগামিকাল, অর্থাৎ রবিবার ভোর থেকে টোল দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু করবে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২০২০ সালের ১০ ডিসেম্বর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো তৈরি হয়।
advertisement
4/6
এই সেতু রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জানান, পদ্মা সেতু কেবল সেতু নয়। এর ৪২টি স্তম্ভ “স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি”।
advertisement
6/6
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সেতু নির্মাণে সাহস জোগানো বাংলাদেশের জনগণকে স্যালুট জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “কারও বিরুদ্ধে আমার কোনও অনুযোগ নেই। আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীকে নিয়ে সব সমস্যা মোকাবিলা করে যাচ্ছি।”
বাংলা খবর/ছবি/বিদেশ/
Sheikh Hasina Inaugurated Padma Setu: "শুধু সেতু নয়, বাংলাদেশের স্পর্ধা": পদ্মা সেতু উদবোধনে আবেগাপ্লুত শেখ হাসিনা!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল