TRENDING:

Bangladesh News: ফের প্রতিবাদে রাত জাগা শুরু বাংলাদেশে! এবার পথে মেয়েদের ঢল, পদত্যাগের দাবি! কার পদত্যাগের দাবি জানেন? প্রবল চাপে ইউনূস সরকার

Last Updated:
Bangladesh News: মিছিল থেকে প্রতিবাদীরা সরব হন, ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়ে।
advertisement
1/7
ফের প্রতিবাদে রাত জাগা বাংলাদেশে! এবার পথে মেয়েদের ঢল, পদত্যাগের দাবি! কার পদত্যাগের দাবি?
ফের প্রতিবাদ, বিক্ষোভ বাংলাদেশে। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন।
advertisement
2/7
বাংলাদেশের মাগুরায় ৮ বছরের শিশু সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
advertisement
3/7
মিছিল থেকে প্রতিবাদীরা সরব হন, ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়ে। ফের ‘দফা এক, দাবি এক..’র সুর বাংলাদেশে। এবার ধর্ষণে প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কণ্ঠে স্লোগানে শোনা গেল,'দফা এক, দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ', শোনা গেল ‘উই ওয়ান্ট জাস্টিস’র সুর।
advertisement
4/7
জানা গেছে, প্রথমে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পরবর্তীতে শহীদুল্লাহ হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর তারা মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাত ১টা ৩০ মিনিটেও রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গেছে।
advertisement
5/7
বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
advertisement
6/7
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কি না, তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।
advertisement
7/7
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত ২টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: ফের প্রতিবাদে রাত জাগা শুরু বাংলাদেশে! এবার পথে মেয়েদের ঢল, পদত্যাগের দাবি! কার পদত্যাগের দাবি জানেন? প্রবল চাপে ইউনূস সরকার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল