Pack of Condoms Costs Rs 60,000: এই দেশে গেলে এক প্যাকেট কন্ডোম কিনতে হবে ৬০ হাজার টাকায়! তাতেও দোকানের বাইরে লাইন!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Condom and Contraceptive Price: এক প্যাকেট কনডোমের জন্য ভেনেজুয়েলায় মানুষ ৬০,০০০ টাকা পর্যন্ত খরচ করে।
advertisement
1/5

ওষুধ ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতির পথ দীর্ঘ। মারণরোগের ওষুধ বা চিকিৎসা থেকে শুরু করে নানান পরীক্ষা নিরীক্ষা এখন নাগালের মধ্যেই। গর্ভধারণ প্রতিরোধ করারও বিভিন্ন উপায় রয়েছে। কনডোম থেকে শুরু করে গর্ভনিরোধক ট্যাবলেট গর্ভধারণ এড়ানো সুবিধাজনক পদ্ধতি এখন একাধিক এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই!
advertisement
2/5
তবে ভেনিজুয়েলায় গর্ভপাত অবৈধ এবং এখানে গর্ভনিরোধক পদ্ধতির দাম আকাশচুম্বী। এক প্যাকেট কনডোমের জন্য ভেনেজুয়েলায় মানুষ ৬০,০০০ টাকা পর্যন্ত খরচ করে।
advertisement
3/5
মজার ব্যাপার হল, এই এত দাম সত্ত্বেও কনডোম কিনতে দোকানের বাইরে মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। গর্ভনিরোধক ট্যাবলেটের দামও এখানে একইরকম বেশি।
advertisement
4/5
এই দেশে গর্ভপাতের নিয়ম খুবই কড়া। যদি কেউ গর্ভপাত করাতে গিয়ে ধরা পড়েন তবে তাঁদের কঠোর শাস্তি দেওয়া হয়। ভেনেজুয়েলার বাজারে স্থানীয় ব্র্যান্ডের গর্ভনিরোধক ট্যাবলেটও পাওয়া যায়, কিন্তু সেগুলো সম্পূর্ণ নিরাপদ নয়। তাই দাম যাই হোক না কেন মানুষ বিদেশী ব্র্যান্ডের গর্ভনিরোধক পিলই কিনতে পছন্দ করেন।
advertisement
5/5
স্থানীয় মানুষদের কথায়, জেলে না গিয়ে টাকা খরচ করে গর্ভনিরোধক কেনা ভালো। দেশীয় কিছু প্রতিবেদন অনুযায়ী, কিছু মানুষ প্রতি মাসে তাঁদের বেতনের প্রায় অর্ধেকই কনডোম এবং গর্ভনিরোধক ট্যাবলেট কিনতে ব্যয় করেন।