TRENDING:

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ঘিরে উত্তাল ফ্রান্স, জারি হতে পারে জরুরি অবস্থা

Last Updated:
advertisement
1/7
‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ঘিরে উত্তাল ফ্রান্স, জারি হতে পারে জরুরি অবস্থা
‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ৷ যার জেরে রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছে ফ্রান্স সরকার ৷ পাশাপাশি আলোচনার মাধ্যমে গুরুতর সমস্যা সমাধানের আবেদন জানালেন ফ্রান্স সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভাক্স ৷
advertisement
2/7
চরম ডানপন্থি ও চরম বামপন্থি গোষ্ঠীগুলোর সহিংস কর্মীরা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে অনুপ্রবেশ করেছে বলে আশঙ্কা পুলিশের ৷
advertisement
3/7
লাগামছাড়া জ্বালানীর দাম ৷ যার জেরে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ ৷ জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৷ এহেন পরিস্থিতিতে সরকারবিরোধী প্রতিবাদে গর্জে উঠেছে ফ্রান্স ৷
advertisement
4/7
মুখে কালো কাপড় বেঁধে হাতে ধারালো অস্ত্র নিয়ে সেন্ট্রাল প্যারিসের রাস্তাজুড়ে দাপিয়ে বেডা়চ্ছে একদল যুবক ৷ বেশ কয়েকটি গাড়ি এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এমন খবরও মিলছে ৷
advertisement
5/7
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিভাক্স জানাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় ৷ সেই বিষয়ে জরুরিকালীন ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দ্রুত তা প্রয়োগ করা হবে ৷
advertisement
6/7
গত ১৭ নভেম্বর শুরু হয় এই বিপ্লব ৷ দু’সপ্তাহ হতে না হতেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা ফ্রান্সজুড়ে রাস্তাগুলোতে অবরোধ শুরু করেছে । এতে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন তাঁর মেয়াদের প্রথম ১৮ মাসের মধ্যেই অন্যতম সবচেয়ে বড় ও ধারাবাহিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন ।
advertisement
7/7
রবিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ এবং ইন্টেরিয়ার মিনিস্টারের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ৷ কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ? সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে ৷ সমস্যা একটাই, এই আন্দোলনের কোনও নেতা নেই ৷ তাই কীভাবে আলোচনার মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ৷ সেই নিয়ে চরম সমস্যায় পড়েছে প্রশাসন ৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ঘিরে উত্তাল ফ্রান্স, জারি হতে পারে জরুরি অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল