Zeenat Aman | Viral: ৭১ বছর বয়সে তুমুল হট জিনত আমন! ঠিক যেন 'জেমস বন্ড'-এর নায়িকা! হু-হু করে ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Zeenat Aman | Viral: কে বলবে তাঁর বয়স ৭১ বছর! এখনও একাই কাঁপাতে পারেন ভক্তের হৃদয়! ভাইরাল হলেন জিনত আমন!
advertisement
1/5

জিনত আমন! ৭০ থেকে ৮০-র দশকের এই নায়িকাকে মনে নেই এমন মানুষ মেলা ভার। হট এবং সাহসের আর এক নাম ছিল জিনত আমন। একের পর এক ছবিতে তিনি দেখিয়েছিলেন অভিনয় সেই সঙ্গে বোল্ডনেস। কিন্তু জানেন কী এখন তাঁকে কেমন দেখতে হয়েছে? জানলে আবার অবাক হবেন। photo source Instagram
advertisement
2/5
জিনত আমনের বয়স এখন ৭১। কিন্তু তাঁকে দেখে বোঝার জো নেই। মাথায় সাদা চুল। কিন্তু স্কিন থেকে ঝরছে আলো। কে বলবে তাঁর বয়স হয়েছে। জিনতের কম বয়সী প্রেমিককে নিয়ে এক সময় খুব চর্চা হয়েছিল। photo source Instagram
advertisement
3/5
তবে ফের একবার চর্চায় এলেন জিনত আমন! তাঁর পোশাক দেখে ভক্তরা বলছেন এতো জেমস বন্ডের নায়িকা! photo source Instagram
advertisement
4/5
তিনি পরেছেন একটি কালো স্যুট। সঙ্গে গলায় সোনার চোকার চেইন। আঙুলে সোনার আংটি। তাঁকে দেখে চোখ ফেরানো দায়। সঙ্গে কালো সানগ্লাসে আরও মোহময়ী তিনি। photo source Instagram
advertisement
5/5
আসলে তিনি মিশো ডিজাইন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন। আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই শোরগোল শুরু হয়ে যায়। ৭১ বছরে তুমুল ভাইরাল নায়িকা! photo source Instagram