TRENDING:

Mithai|| আচমকা শেষ হচ্ছে মিঠাই! কবে শেষ সম্প্রচার? শুটিং শেষে কী জানালেন আদৃত? ব্যাপক জল্পনা

Last Updated:
Mithai Last Episode Shooting: শনিবার রাতে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন আদৃত। সেই ভিডিও ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে। কারণ আদৃত জানিয়েছেন মনোহরার শুটিং শেষের কথা। 
advertisement
1/7
আচমকা শেষ হচ্ছে মিঠাই! কবে শেষ সম্প্রচার? শুটিং শেষে কী জানালেন আদৃত? দেখুন
*দু-বছর ধরে সগর্বে চলছে মিঠাই ধারাবাহিক। সম্প্রতি গল্প বেশ জমে উঠেছে। দর্শকরা নতুন করে মিঠাইয়ের গল্প উপভোগ করতে শুরু করেছেন। কিন্তু তখনই ছন্দপতন! অন্তিম শুটিংয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ধারাবাহিকের মুখ্য চরিত্র সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*শনিবার রাতে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন আদৃত। সেই ভিডিও ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে। কারণ আদৃত জানিয়েছেন মনোহরার শুটিং শেষের কথা। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*শনিবার রাতে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন আদৃত। সেই ভিডিও ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে। কারণ আদৃত জানিয়েছেন মনোহরার শুটিং শেষের কথা। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*তবে সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে মিঠাই? জনপ্রিয় এই সিরিয়ালের শেষ সম্প্রচার কবে? আদৃতের সোশ্যাল মিডিয়া পোস্টে সব প্রশ্নের উত্তর মিলেছে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*আসলে মনোহরা অর্থাৎ যে বাড়িতে মিঠাই-সিদ্ধার্থ, সোম-তোর্ষা, দাদাই-ঠাম্মি থাকতেন, সেই বাড়িতে শেষ শুটিং হয়ে গেল শনিবার। অর্থাৎ সেই সেটে আর শুটিং হবে না। শনিবার সেখানে শেষ শুটিং করেছেন কলাকুশলীরা। মিঠাইয়ের সেট বদল হচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*তবে মিঠাইয়ের শুটিং বন্ধ হচ্ছে না এখনই। আসলে গত দু’বছর ধরে মনোহরার যে সেট দেখানো হয়েছিল, সেই ফ্লোরে নতুন সিরিয়ালের শুটিং হবে, জানিয়েছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*এ দিন মনোহরার সেট ঘুরিয়ে দেখান আদৃত। বলেন, "২০২০ সালের ২০ ডিসেম্বর শুরু হয়েছিল শুটিং। ২০২৩ সালের ৬ মে শেষ শটের দিনেও সিদ্ধার্থ মোদকই দাঁড়িয়ে রয়েছে এই ফ্লোরে।" জানা গিয়েছে, ‘ফুলকি’র শুটিং শুরু হবে মিঠাইয়ের এই সেটে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mithai|| আচমকা শেষ হচ্ছে মিঠাই! কবে শেষ সম্প্রচার? শুটিং শেষে কী জানালেন আদৃত? ব্যাপক জল্পনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল