TRENDING:

ব্যাঙ্কে ছিল না একটাও টাকা, প্রযোজনা সংস্থাও বন্ধের মুখে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন এই সুন্দরী সুপারস্টার

Last Updated:
Yash Chopra: জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা।
advertisement
1/6
ব্যাঙ্কে ছিল না টাকা, প্রযোজনা সংস্থাও বিপাকে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন ইনি
ভারতীয় হিন্দি ছবির দুনিয়ায় বিশেষ স্থান রয়েছে যশ চোপড়ার। আর এক সময় নিজের ছবির মাধ্যমে ইউরোপের সৌন্দর্য এমন ভাবে তুলে ধরেছেন যে, সেখানে পর্যটনের মাত্রা পর্যন্ত বেড়ে গিয়েছে। বলিউডকে প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আর প্রযোজনা সংস্থার যে বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহের আকার ধারণ করেছে। তবে এহেন নামকরা পরিচালকের জীবনেও কিন্তু ছিল স্ট্রাগলের অধ্যায়। তবে নিজের কঠোর এবং অক্লান্ত পরিশ্রমে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন।
advertisement
2/6
বহু সময় বড় ঝুঁকি নিতেও পিছপা হননি তিনি। একদা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন যশ চোপড়া। বক্স অফিসে টানা চারটি ছবিতে ধস। ব্যাঙ্কে নেই টাকা। প্রযোজনা সংস্থায় তালা ঝুলব-ঝুলব করছে। এই সময়ই তাঁর জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা। তিনি আর কেউ নন, শ্রীদেবী।
advertisement
3/6
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত ‘চাঁদনি’ ছবির হাত ধরে যশ চোপড়ার ভাগ্য ফেরে। আর অভিনেত্রী নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছিলেন ওই ছবিতে। আর নিজেই সেই সাফল্যের গল্প একবার শুনিয়েছিলেন যশ চোপড়া। আর সেই গল্পই শোনা গিয়েছে নেটফ্লিক্সে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’-এ।
advertisement
4/6
সেখানে যশ চোপড়া বলেন, “আমি ধারাবাহিক ভাবেই একের পর এক ছবি বানাচ্ছিলাম। কিন্তু বক্স অফিসে কোনওটাই দাগ কাটতে পারছিল না। পরপর চারটি ছবি সুপারফ্লপ হয়। ভাগ্যও আমার সঙ্গ দেয়নি। অধিকাংশ ছবিই ফ্লপ, ফলে হাতে একটাও টাকা ছিল না। আমার প্রযোজনা সংস্থা তখন বন্ধ হওয়ার মুখে।”
advertisement
5/6
এরপরেই যশ চোপড়া চাঁদনি ছবির আইডিয়া শ্রীদেবীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর নব্বইয়ের দশকে তখন সুপারস্টার সুন্দরী অভিনেত্রী। দাপিয়ে রাজত্ব করছেন রুপোলি পর্দায়। ফলে ‘চাঁদনি’ ছবিতে তাঁর উপস্থিতি অবধারিত ভাবে সাফল্য বয়ে আনতে পারত। ছবিটি করতে রাজি হন শ্রীদেবী। অভিনেত্রী রাজি হতেই ছবির কাস্টিং শুরু হয়।
advertisement
6/6
এই ছবিতে শ্রীদেবীর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদ খান্না, ঋষি কাপুর, ওয়াহিদা রহমান এবং অনুপম খের। ‘চাঁদনি’ ছবি তৈরি হয়েছিল মাত্র ৮ কোটি টাকা বাজেটে। তবে মুক্তির পরে দেখা যায় যে, এই ছবির কালেকশন ২৭.২ কোটি টাকা। এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি যশ চোপড়াকে। এমনকী তাঁর কেরিয়ারে সৌভাগ্য বয়ে এনেছিল ‘চাঁদনি’। এরপর থেকে একের পর এক হিট ছবি ধারাবাহিক ভাবে উপহার দিয়ে গিয়েছেন যশ চোপড়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ব্যাঙ্কে ছিল না একটাও টাকা, প্রযোজনা সংস্থাও বন্ধের মুখে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন এই সুন্দরী সুপারস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল