TRENDING:

শহরে হাজির ইয়ামি গৌতম ! অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় নায়িকা

Last Updated:
লাল কুর্তা, হাতের চুরি। নববধূর মতো কলকাতায় পা রাখলেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন নায়িকা। ছবির নাম 'লস্ট'। এই ছবির শ্যুটিং হবে কলকাতায়।
advertisement
1/5
শহরে হাজির ইয়ামি গৌতম ! অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় নায়িকা
লাল কুর্তা, হাতের চুরি। নববধূর মতো কলকাতায় পা রাখলেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন নায়িকা। ছবির নাম 'লস্ট'। এই ছবির শ্যুটিং হবে কলকাতায়।
advertisement
2/5
তিলোত্তমার বিভিন্ন অলিগলিতে শ্যুটিং করতে দেখা যাবে ইয়ামিকে। এই ছবিতে ইয়ামি ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর ও অক্ষয় খান্না। 'লস্ট' একটি থ্রিলারধর্মী ছবি। সংবাদ মাধ্যমের ভূমিকা এবং কতটা ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করেন, তার সঙ্গে অপরাধ জগত এই সমস্ত কিছু উঠে আসবে ছবির গল্পে।
advertisement
3/5
ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকে 'ভিকি ডোনার' ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। তাই এই শহরের আদব-কায়দা সঙ্গে স্বল্প হলেও পরিচয় আছে তার। 'লস্ট' ছবিতে তাঁর চরিত্র বাঙালি কিনা এখনো জানা যায়নি। তবে এই শহর, ছবির অন্যতম চরিত্র হয়ে উঠবে তা বলা বাহুল্য।
advertisement
4/5
'পিঙ্ক'-এর পর ফের কোন গল্প উপহার দিতে চলেছেন দর্শককে, তা নিয়ে স্বাভাবিকভাবে কৌতুহল রয়েছে। এই ছবির সংগীত পরিচালনা করছেন শান্তনু মৈত্র। গান লিখছেন স্বনন্দ কিরকিরে। ছবির চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত ও সংলাপ লিখছেন রিতেশ শাহ।
advertisement
5/5
শহর জুড়ে চলবে এই ছবির শ্যুটিং। পথ চলতি মানুষরা খেয়াল রাখবেন হয়ত, হঠাৎই দেখা হয়ে যেতে পারে ইয়ামি গৌতমের সঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শহরে হাজির ইয়ামি গৌতম ! অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল