শহরে হাজির ইয়ামি গৌতম ! অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় নায়িকা
- Published by:Piya Banerjee
Last Updated:
লাল কুর্তা, হাতের চুরি। নববধূর মতো কলকাতায় পা রাখলেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন নায়িকা। ছবির নাম 'লস্ট'। এই ছবির শ্যুটিং হবে কলকাতায়।
advertisement
1/5

লাল কুর্তা, হাতের চুরি। নববধূর মতো কলকাতায় পা রাখলেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন নায়িকা। ছবির নাম 'লস্ট'। এই ছবির শ্যুটিং হবে কলকাতায়।
advertisement
2/5
তিলোত্তমার বিভিন্ন অলিগলিতে শ্যুটিং করতে দেখা যাবে ইয়ামিকে। এই ছবিতে ইয়ামি ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর ও অক্ষয় খান্না। 'লস্ট' একটি থ্রিলারধর্মী ছবি। সংবাদ মাধ্যমের ভূমিকা এবং কতটা ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করেন, তার সঙ্গে অপরাধ জগত এই সমস্ত কিছু উঠে আসবে ছবির গল্পে।
advertisement
3/5
ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকে 'ভিকি ডোনার' ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। তাই এই শহরের আদব-কায়দা সঙ্গে স্বল্প হলেও পরিচয় আছে তার। 'লস্ট' ছবিতে তাঁর চরিত্র বাঙালি কিনা এখনো জানা যায়নি। তবে এই শহর, ছবির অন্যতম চরিত্র হয়ে উঠবে তা বলা বাহুল্য।
advertisement
4/5
'পিঙ্ক'-এর পর ফের কোন গল্প উপহার দিতে চলেছেন দর্শককে, তা নিয়ে স্বাভাবিকভাবে কৌতুহল রয়েছে। এই ছবির সংগীত পরিচালনা করছেন শান্তনু মৈত্র। গান লিখছেন স্বনন্দ কিরকিরে। ছবির চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত ও সংলাপ লিখছেন রিতেশ শাহ।
advertisement
5/5
শহর জুড়ে চলবে এই ছবির শ্যুটিং। পথ চলতি মানুষরা খেয়াল রাখবেন হয়ত, হঠাৎই দেখা হয়ে যেতে পারে ইয়ামি গৌতমের সঙ্গে।