Valentine Day 2024: ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে কী সিরিজ দেখা যায় ভাবছেন? রইল তালিকা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Valentine Day 2024: আজ ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই ভাবছেন ক্যান্ডেল নাইট ডিনার সেরে পার্টনারের সঙ্গে রোম্যান্টি কোনও সিরিজ দেখলে কেমন হয়? কিন্তু কী দেখবেন ভেবে উঠতে পারছেন না। তাঁদের জন্য রইল হইচইয়ের ভালবাসায় মাখা কিছু সিরিজের হদিশ।
advertisement
1/7

আজ ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই ভাবছেন ক্যান্ডেল নাইট ডিনার সেরে পার্টনারের সঙ্গে রোম্যান্টি কোনও সিরিজ দেখলে কেমন হয়? কিন্তু কী দেখবেন ভেবে উঠতে পারছেন না। তাঁদের জন্য রইল হইচইয়ের ভালবাসায় মাখা কিছু সিরিজের হদিশ।
advertisement
2/7
হইচইয়ের ডাকঘর দেখতে পারেন। দামোদর দাস নতুন পোস্টমাস্টার হয়ে হাগদা নামে একটি গ্রামে আসবে। সেখানেই খুঁজে পাবে তাঁর মনের মানুষকে। কিন্তু গল্প শুধু এইটুকু নয়। এই গ্রামেই আছে তাঁর বাবার মৃত্যু রহস্য। সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতেই পারেন সঙ্গীর সঙ্গে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, তাঁর বিপরীতে আছেন দিতিপ্রিয়া রায়। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক।
advertisement
3/7
দেখতে পারেন 'টুরু লাভ' সিরিজটিও। গল্পের নায়কের সঙ্গে একটি মেয়ের বিয়ে ঠিক হয়। গল্পের নায়ক অরিত্র মনে করে যে সে তার জীবনের সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছে। কিন্তু নানা কারণে সেই মেয়েটি জানতে পারে ছেলেটি বাবার উপর নির্ভরশীল। তখন সেই মেয়েটি তাঁকে তাকে শর্ত দেয়। অন্যদিকে, নায়কের জীবনে আসে আরও একটি মেয়ে। সে নানা ভাবে সাহায্য করতে থাকে ছেলেটিকে। এক সুতোয় বাঁধা পড়ে যায় তাঁদের জীবন। তারপর কী হবে? তা জানতে হলে দেখতে হবে টুরু লাভ। এখানে রাজনন্দিনী পাল, ঋষভ বসু, উষসী রায়কে দেখা গিয়েছে মূল চরিত্রে
advertisement
4/7
এছাড়া দেখতে পারেন 'পাঁচফোড়ন'। এই সিরিজের দুটি সিজন রয়েছে। প্রতিটি সিজনে ৫ টি করে গল্প দেখানো হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, সিয়াম আহমেদ, কৃত্তিকা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরভ চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দোপাধ্যায়-সহ বহু তারকাকে দেখা গিয়েছে।
advertisement
5/7
এছাড়া দেখতে পারেন 'সুন্দরবনের বিদ্যাসাগর'। সুন্দরবনের বিধবাদের নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে একদল ক্ষমতাশালী লোক। সেখানেই এসে পড়ে একটি ছেলে, সেও এক বিধবার প্রেমে পড়ে যায়। তাঁদের দুর্দশার কথা জানতে পেরে, তাঁদের হয়ে লড়াই শুরু করে। ঋদ্ধি সেন, উষসী রায় রয়েছেন মুখ্য ভূমিকায়।
advertisement
6/7
দেখতে পারেন 'দুজনে'। সিরিজে শ্রাবন্তী চট্টপাধ্যায় ও সোহম চক্রবর্তীর সেই পুরোনো জুটিকে আবার খুঁজে পাবেন।
advertisement
7/7
আরও একটি রোম্যান্টিক সিরিজ হল শ্রীকান্ত। শ্রীকান্ত, একজন তরুণ টেক্সটাইল ডিজাইনার। সে পিয়ালীর প্রেমে পড়ে। পড়ে জানতে পারে সেই তাঁদের গ্রামের রাজলক্ষী। কৈশোরে তাঁর প্রেমে পড়েছিল শ্রীকান্ত। কিন্তু আসলে পিয়ালী কে? কেনই বা রাজলক্ষ্মী থেকে সে হয়ে ওঠে পিয়ালী। তাঁদের সম্পর্কের পরিণতি বা কী? সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতে পারেন মনের মানুষের সঙ্গে।