Guess the Celebrity: 'মহাভারত'-এ ভীষ্ম হয়ে নিজেও কি করেছিলেন পণ? কেন আজও অবিবাহিত কোটিপতি এই নায়ক?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity from Mahabharat show: ৬৬ বছর বয়সি এই নায়ক কোটিপতি, জনপ্রিয় শো 'মহাভারত'-এ ভীষ্মের ভূমিকায় অভিনয় করেছেন, কেন তিনি এখনও অবিবাহিত?
advertisement
1/7

Mukesh Khanna's film career: 'মহাভারত' টিভি শো নব্বইয়ের দশকে বিপুল জনপ্রিয় ছিল। এই ধারাবাহিকে ভীষ্মের ভূমিকায় কে মনে রেখেছেন দর্শক আজও। দীর্ঘ অভিনয়-জীবনের পর মুকেশের বয়স এখন ৬৬ বছর! কোটিপতি তিনি, কিন্তু কেন বিয়ে করলেন না এখনও? এ প্রশ্ন ভক্তদের কুরে কুরে খায়। ভীষ্মের চরিত্র করতে গিয়ে কি নিজেও প্রতিজ্ঞা করে ফেলেছেন মুকেশ? জানা যাক সে কথা।
advertisement
2/7
৪০ বছরেরও বেশি অভিনয়-জীবন। তবু কোথায় যেন রয়ে গিয়েছে ছায়া। মুকেশ খান্না তাঁর প্রাপ্য সাফল্য পাননি। বয়স এখন সত্তরের কোঠায়। গত কয়েক বছর ধরে অভিনেতা তাঁর চাঁচাছোলা বক্তব্য এবং 'শক্তিমান' চলচ্চিত্র নির্মাণের জন্য খবরে রয়েছেন। নিজস্ব প্রোডাকশন হাউস Bheeshm International শুরু করেন এবং 'শক্তিমান'-সহ অনেক সিরিয়ালও তৈরি করেন।
advertisement
3/7
'শক্তিমান' মুকেশকে এনে দেয় বিপুল খ্যাতি। খ্যাতি এবং অর্থ থাকা সত্ত্বেও তিনি এখনও বিয়ে করেননি। এখনও অনেকে মুকেশকে প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। কারণ শুনলে চমকে যাবেন।
advertisement
4/7
Bhishma Pitamah in DD's 'Mahabharat: মুকেশ বিশ্বাস করেন, বিয়ে হল দুই আত্মার মিলন। তেমন মনের মানুষ পাননি অভিনেতা আজও, মনের মিল না হওয়ায় বিয়ে করেননি। এমনই জানান ভক্তদের।
advertisement
5/7
বিয়ের সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে মুকেশ খান্না আরও লিখেছেন, “অনেকে তো বিশ্বাস করে যে আপনার যত বেশি গার্লফ্রেন্ড আছে, আপনার তত পৌরুষ! আমি তা বিশ্বাস করি না। আবার অনেকে বলে, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বস্ত হওয়া উচিত। আমি বিশ্বাস করি যে স্বামীরও তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত হওয়া উচিত। তবে একটা কথা নিশ্চিত যে ভীষ্ম প্রতিজ্ঞায় আমার বিয়ে বন্ধ করেনি।”
advertisement
6/7
একটা সময় ছিল, মুকেশকে নিয়ে অবিরাম চর্চা চলত দর্শকদের মধ্যে। ভীষ্মকে দেখতে দেখতে সবাই তাঁকে পর্দার জগতের সঙ্গে মিলিয়ে নিতেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন। বিয়ে না করার সিদ্ধান্তকেও তাই মহাকাব্যিক চরিত্রের সঙ্গে মিলিয়ে ভাবতে শুরু করেছিলেন সবাই। সে ভুল ভেঙে দিলেন অভিনেতা।
advertisement
7/7
Mukesh Khanna Networth: মুকেশ খান্না ৬০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে বেশিরভাগ ছবিই ফ্লপ হয়েছে। তিনি নিজের এই প্রোডাকশন হাউসের ব্যানারে'শক্তিমান' তৈরি করেছিলেন, যা 8 বছর ধরে চলেছিল এবং ৮ থেকে ১০ সবার মন জিতেছিল। শো এবং কাজের ভিত্তিতে প্রচুর উপার্জন করেছেন মুকেশ, এমনই জানায় মুম্বইয়ের এক প্রতিবেদন। ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর আয় করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা।