TRENDING:

এখানেই স্ত্রীর গর্ভে এসেছিল কন্যা! বাংলাদেশ চাঙ্কির জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? জানালেন অভিনেতা

Last Updated:
Bangladesh Chunky Panday: দূরত্ব সত্ত্বেও মুম্বইয়ের চাঙ্কি আর দিল্লির ভাবনা কাছে আসতে পেরেছিলেন ভালবাসার টানেই। আর তাঁদের মধ্যে যোগসূত্র হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখানেই প্রেমের পূর্ণতা, সন্তানধারণ।
advertisement
1/6
এখানেই স্ত্রীর গর্ভে এসেছিল কন্যা! 'বাংলাদেশ' চাঙ্কির জীবনে এত গুরুত্বপূর্ণ কেন?
আশির দশকের শেষ দিকে তখন বলিউড কাঁপাচ্ছিলেন চাঙ্কি পান্ডে। আমির খান, সলমন খানরা আসতে তাঁর ক্যারিয়ারে মন্দা শুরু হয়। তার আগে চাঙ্কি ছিলেন দর্শকের 'হার্টথ্রব'। ১৯৯০ সালের 'Vishwatama' কিংবা 'Aankhen'-র মতো ছবিতেও উপস্থিতি প্রশংসায় ভরিয়েছে দর্শক। তবে, সেই সুদিন স্থায়ী হয়নি। এর পরেই তিনি বাংলাদেশে অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন।
advertisement
2/6
ব্রুটের সঙ্গে কথোপকথনের সময় চাঙ্কি জানান, সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশেই পেয়েছিলেন দিশা। ৫ বছর চুটিয়ে কাজ করেন ওপার বাংলায়। চাঙ্কি বলেন, "এতগুলো হিট ছবির পর হঠাৎ দেখলাম হাত খালি, কাজ আসছে না। এর পরেই বাংলাদেশ গিয়ে কাজ করার পরিকল্পনা করি। ৫ বছর আমায় আর ফিরে দেখতে হয়নি।"
advertisement
3/6
বাংলাদেশে কাজ করার সময় ১৯৯৮ সালে ভাবনাকে বিয়ে করেছিলেন অভিনেতা। তিনি মজা করে বলেছিলেন যে তাঁরা স্বামী-স্ত্রীতে মিলে সেখানে অর্ধ-হানিমুন করেছিলেন। কারণ একটা ছবির শুটিং চলছিল। চাঙ্কির কথায়, "আসলে, আমি ভাবনাকে অর্ধেক হানিমুনের জন্য বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম কারণ সেই সময়ে আমাকে একটি ফিল্ম শেষ করতে হয়েছিল, এবং আমি অনুভব করি এমনকি অনন্যাও ভাবনার গর্ভে এসেছিল বাংলাদেশেই।"
advertisement
4/6
এর পর ভাবনা চাঙ্কিকে বোঝান, দেশে ফিরে মুম্বইতেই আবার কাজ করা যায়! ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়ানোর জন্য মনোবল জোগান অভিনেতাকে ভাবনাই। তাঁরা বাবা-মা হওয়ার পরেই কাজের খোঁজে বেশি করে মন দিয়েছিলেন।
advertisement
5/6
১৯৯৮ সালের ১৭ জানুয়ারি, বিয়ে করেন ভাবনা-চাঙ্কি। চাঙ্কি জানান, কন্যারা তাঁর জীবনে আলোর মতো। ওদের পেয়ে সব দুর্ভোগ কাটতে শুরু করে একে একে। নতুন সূচনা করেন দম্পতি।
advertisement
6/6
এক ডিস্কোয় দেখা হয়েছিল চাঙ্কি আর ভাবনার। সেখানে ভাবনার ফোন নম্বর মুখস্থ করে নিয়েছিলেন চাঙ্কি। দূরত্ব সত্ত্বেও মুম্বইয়ের চাঙ্কি আর দিল্লির ভাবনা কাছে আসতে পেরেছিলেন ভালবাসার টানেই। আর তাঁদের মধ্যে যোগসূত্র হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখানেই প্রেমের পূর্ণতা, সন্তানধারণ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
এখানেই স্ত্রীর গর্ভে এসেছিল কন্যা! বাংলাদেশ চাঙ্কির জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? জানালেন অভিনেতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল