অভিষেক এখন অনেক দূরে! শুরু থেকেই হৃদয়ে রয়ে গেলেন একজনই? ঐশ্বর্যর ফোনের ওয়ালপেপারে কার ছবি এটা? দেখলে চমকাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Abhishek-Aishwarya Divorce Rumour: অভিষেকের সঙ্গে দাম্পত্যে চিড়, কিন্তু অমিতাভ? ঐশ্বর্যর ফোনের নতুন ওয়ালপেপারে কার ছবি...! জানলে চমকাবেন!
advertisement
1/8

অভিষেক দূরের, শুরু থেকে হৃদয়ে রয়ে গেলেন একজনই? দেখলে চমকাবেন। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বলিউডের টিনসেল টাউনে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি ঐশ্বর্য বা অভিষেক কেউই। তার মাঝেই ভাইরাল আর এক কাণ্ড! ঐশ্বর্যর ফোনের ওয়ালপেপারে এ কার ছবি!
advertisement
2/8
সম্প্রতি দুবাইয়ে এক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন ঐশ্বর্য। মুম্বই বিমানবন্দরে কালো জ্যাকেটে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে হালকা মেক আপ।
advertisement
3/8
আলোকচিত্রীরা ঘিরে ধরেছিল অভিনেত্রীকে। ফোন ঘাঁটছিলেন নায়িকা। সেই সময়েই লুকিয়েচুরিয়ে দেখা হয়ে গেল ঐশ্বর্যর ফোনের ওয়ালপেপার। দেখা মাত্রই গুঞ্জন!
advertisement
4/8
ঐশ্বর্যের ওয়ালপেপারে আরাধ্যার সঙ্গে আর একজন পুরুষের ছবি রয়েছে, কে তিন? অমিতাভ বচ্চন না? নেটিজেনরা প্রায় নিশ্চিত, অমিতাভের ছবিই ওয়ালপেপার করে ঘুরছেন ঐশ্বর্য।
advertisement
5/8
তবে একদল মনে করছেন, অমিতাভ নয়, ঐশ্বর্যর প্রয়াত পিতা কৃষ্ণরাজ রাইয়ের ছবিও হতে পারে সেটি। এক ঝলকে যা দেখা গিয়েছে তাতে অত ভাল করে বোঝার উপায় নেই।
advertisement
6/8
অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ঐশ্বর্যের কি অমিতাভের প্রতি মুগ্ধতা অটুট রয়েছে? এ নিয়েই নতুন করে চলছে চর্চা। যদিও এর সত্যতা খতিয়ে দেখেনি news 18 Bangla।
advertisement
7/8
অমিতাভ পত্নী জয়া বচ্চন জানিয়েছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন পরিবারের বউ হয়ে আসার পর অনেক বদল এসেছিল অমিতাভের মধ্যে। কেমন সম্পর্ক ছিল ঐশ্বর্যের সঙ্গে বিগ বির?
advertisement
8/8
২০০৭ সালে ভাইরাল হয়েছিল জয়া বচ্চনের সেই উক্তি। তিনি বলেছিলেন, "ঐশ্বর্যকে দেখলেই অমিতাভের চোখে ঝিলিক দেখা যায়। এমন ভাবে দেখে যেন কন্যা শ্বেতার জায়গাটা নিয়েছে ঐশ্বর্য। শ্বেতার বিয়ের পর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগত।"