Rupanjana Mitra First Husband: বাড়ির অমতে বিয়ে করেও সুখ পাননি, অন্তঃসত্ত্বার হওয়ার পরই ‘একা’, রূপাঞ্জনার প্রথম স্বামীকে চেনেন কি?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rupanjana Mitra First Husband: ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের লাবণ্যর প্রথম স্বামীকে চিনতেন? ২০০৭ সালে রূপাঞ্জনা বিয়ে করেছিলেন রেজাউল হককে। বাড়ির অমতেই বিয়ে করতে হয় রূপাঞ্জনাকে।
advertisement
1/7

গত সপ্তাহে সাতপাকে বাঁধা পড়েছেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। নান্দীমুখ, গায়ে হলুদ, সমস্ত নিয়মরীতি মেনেই বিয়ে করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সাড়ে ছ’বছরের সম্পর্ক বিয়ের পরিণতি পেল।
advertisement
2/7
দ্বিতীয় বার সংসার শুরু করেছেন রূপাঞ্জনা। অভিনয় জীবনে সফল হলেও ঝড়ঝাপ্টা বয়ে গিয়েছে বাস্তব জীবনে। সব প্রতিকূলতা কাটিয়ে ছোট্ট ছেলে রিয়ানকে কোলে নিয়েই দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেত্রী।
advertisement
3/7
অভিনয় করার পাশাপাশি ছেলেকে বড় করা, বিবাহবিচ্ছেদের ধাক্কা সামলানো, সিঙ্গল মাদার হিসেবে রোজের লড়াই দেখেছেন তিনি। তাঁর আগের বিয়ে সম্পর্কে জানেন কি?
advertisement
4/7
‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের লাবণ্যর প্রথম স্বামীকে চিনতেন? ২০০৭ সালে রূপাঞ্জনা বিয়ে করেছিলেন রেজাউল হককে। ভিন্ন ধর্মের বলে সম্ভবত বাড়ির অমতেই বিয়ে করতে হয় রূপাঞ্জনাকে।
advertisement
5/7
তাঁদের এক ছেলে রিয়ান। কিন্তু অভিনেত্রীর আক্ষেপ ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীনই প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। ২০১৭ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। খুব কম বয়স থেকেই একা লড়াই করেছেন নায়িকা।
advertisement
6/7
প্রথমবার ভালবেসে বিয়ে করে সংসার করতে পারেননি আনন্দে। আলাদা হতে হয়েছিল খুব তাড়াতাড়ি। সেই রূপাঞ্জনা আবার ভরসা করেছেন প্রেমে, আবার বিয়ের প্রতি শ্রদ্ধা বেড়েছে তাঁর। রাতুল ৬ বছরের ছোট হলেও তাঁর সঙ্গে মনের মিল অনেক বেশি।
advertisement
7/7
রাতুলের সঙ্গে যখন রূপাঞ্জনার আলাপ, তখন রিয়ানের বয়স ৪ বছর। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা একে অপরের সহায় হয়ে ওঠার চেষ্টা করে এসেছেন। এখন তাঁদের সংসারের চোখের মণি ছোট্ট রিয়ান।